কোলকাতা পৌরসভার মেয়র হচ্ছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম
-
পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা পৌরসভার মেয়র হচ্ছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।
আজ (বৃহস্পতিবার) তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে এক বৈঠকে তাঁকে কোলকাতা পৌরসভার ‘দলনেতা’ নির্বাচিত করা হয়।
এ নিয়ে দ্বিতীয়বারের জন্য তিনি কোলকাতার মেয়র হচ্ছেন। আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ার পরেই তিনি সরকারিভাবে মেয়র ঘোষিত হবেন। অন্যদিকে, ডেপুটি মেয়র হচ্ছেন অতীন ঘোষ। একইসঙ্গে আজ ১৩ জনকে নিয়ে মেয়র ইন কাউন্সিল-এর সদস্যদের নাম ঘোষণা করা হয়।
গত ২০১৮ সালের ডিসেম্বর মাসের প্রথমদিকে ফিরহাদ হাকিমকে মেয়রের দায়িত্বভার দিয়েছিলেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালের জানুয়ারি মাসে ১৪ হাজার ভোটে জয়ী হয়ে কাউন্সিলার হয়ে মেয়র পদে পাকাপাকিভাবে বসেছিলেন ফিরহাদ হাকিম (ববি)। এরপর থেকে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পৌরসভা পরিচালনা করাসহ মন্ত্রিত্বও সামলেছেন। ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন বলেও পরিচিত।
তৃণমূল সভানেত্রীর নির্দেশিত পথে ‘টক টু মেয়র’ কর্মসূচি চালু করে পৌরসভার সঙ্গে নাগরিক সংযোগ বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। করোনা মহামারি পর্বে প্রশাসক হিসেবেও পৌরসভা পরিচালনার ক্ষেত্রে সফল হয়েছিলেন। সেজন্য তৃণমূল সভানেত্রী তাঁকেই ফের কলকাতার ‘প্রথম নাগরিক’ পদে ‘পুনর্নিয়োগ’ করার সিদ্ধান্ত নিলেন বলে দলীয় সূত্রের খবর।
দলের পক্ষ থেকে মেয়র মনোনীত হওয়ার পরে ফিরহাদ হাকিম আজ বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ভালোভাবে কাজ করো।’ ‘ আমার প্রথম লক্ষ্য হবে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তার প্রত্যকটি পালন করা’ বলেও মন্তব্য করেন ফিরহাদ হাকিম। সম্প্রতি অনুষ্ঠিত কোলকাতা পৌরসভা নির্বাচনে মোট ১৪৪ টি আসনের মধ্যে ১৩৪ টি আসনে বিপুলভাবে জয়ী হয়েছে তৃণমূল। এরপরেই আজ দলের পক্ষ থেকে মেয়র বাছাই করা হয়। #
পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।