একুশের মঞ্চ থেকে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি মমতার
ভোটার তালিকা থেকে একজনের নাম বাদ পড়লেও আন্দোলন
ভারতের পশ্চিমবঙ্গের যদি একজন ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে আন্দোলনে যাবে তৃণমূল কংগ্রেস। আজ (সোমবার) একুশের মঞ্চ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এ হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
উল্লেখ্য ৩২ বছর আগে ১৯৯৩ সালে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী কোলকাতার রাজপথে আন্দোলনে নেমেছিলেন সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে।
মমতার দাবি, যেভাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে, সেটা সুপার এমার্জেন্সির শামিল। একুশের মঞ্চে তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করলেন, 'বিহারে নির্বাচন কমিশন থেকে নাম বাদ দিচ্ছে। গুজরাটে বসে বাংলার মানুষের নাম কাটছে। একজন বাঙালির সঙ্গে চারজন অন্য রাজ্যের মানুষের নাম ঢুকিয়ে দিচ্ছে।' সঙ্গে মমতার হুঁশিয়ারি, 'বাংলার একজনের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়লে আন্দোলন হবে। প্রয়োজনে দিল্লির কেন্দ্রীয় সরকারের পতন ঘটানো হবে। দিল্লিতে গিয়ে আন্দোলন করা হবে। কমিশনের দপ্তর ঘেরাও করা হবে।'
বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন। যাকে বলা হচ্ছে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’। অবৈধ অনুপ্রবেশকারীসহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটারের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। কিন্তু তৃণমূলের অভিযোগ, কমিশনের এই পদক্ষেপ আসলে বাঁকা পথে এনআরসির চেষ্টা। বেছে বেছে বিরোধী ভোটারদের এবং সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
মমতা বলেন, বাংলা বললেই রোহিঙ্গা বলে তোপ দাগার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। অন্য রাজ্যে বাংলাভাষীদের ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে। অন্তত হাজারখানেক বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। কতজনকে ‘পুশব্যাক’ করা হয়েছে, সেই সংখ্যাটা এখনও অজানা। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, বাঙালির উপর অত্যাচার বা ভোটার তালিকায় নাম কেটে দেওয়ার অপচেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা যাবে না।#
পার্সটুডে/জিএআর/২১