ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭৮১, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ভাবনা মমতার
(last modified Wed, 29 Dec 2021 13:48:06 GMT )
ডিসেম্বর ২৯, ২০২১ ১৯:৪৮ Asia/Dhaka
  • ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭৮১, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ভাবনা মমতার

ভারতে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭৮১ জনে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, ওমিক্রন আক্রান্তের সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে রয়েছে দিল্লি। এ পর্যন্ত রাজধানী দিল্লিতে করোনাভাইরাসের নয়া রূপে সংক্রমিত হয়েছেন ২৩৮ জন। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ১৬৭ জন।   

ভারতে আজ (বুধবার) সকাল পর্যন্ত ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওমিক্রন ভ্যারিয়েন্টের ৭৮১ টি ঘটনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৪১ জন সুস্থ হয়েছে। দেশে দিল্লি এবং মহারাষ্ট্র ছাড়াও গুজরাট (৭৩), কেরালা (৬৫), তেলেঙ্গানা (৬২), রাজস্থান (৪৬), কর্ণাটক (৩৪), তামিলনাড়ু (৩৪), হরিয়ানা (১২), পশ্চিমবঙ্গ (১১) মধ্যপ্রদেশ (৯), ওড়িশা (৮), অন্ধ্রপ্রদেশ (৬), উত্তরাখণ্ড (৪), চণ্ডীগড় (৩), জম্মু-কাশ্মীর (৩), উত্তর প্রদেশ (২), গোয়া (১), হিমাচল প্রদেশ (১), লাদাখ (১) এবং মণিপুরে (১) টি ওমিক্রনের ঘটনা প্রকাশ্যে এসেছে।        

এদিকে, করোনা ভাইরাস ও ওমিক্রনের আশঙ্কার মধ্যে আজ (বুধবার) গঙ্গাসাগরে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সংক্রমণ  বাড়লে ফের স্কুল-কলেজ বন্ধ রাখতে হবে। পরিস্থিতি পর্যালোচনা করতে শিক্ষা সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ৫০ শতাংশ ওয়ার্ক ফ্রম হোম করতে হবে। ৩ জানুয়ারি থেকে কোভিড বিধি পর্যালোচনা। প্রয়োজনে ৩ জানুয়ারি থেকে কলকাতায় ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোন। যাবতীয় সতর্কতা মানতে হবে, কোভিড বিধি পালন করতে হবে। 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ, গত ২৪ ঘন্টায় ভারতে করোনভাইরাসের ৯১৯৫ টি নয়া সংক্রমণ রেকর্ড করা হয়েছে, যারফলে দেশে কোভিড ১৯-এর সক্রিয় ঘটনা ৭৭০০২ জনে পৌঁছেছে। সারাদেশে করোনা ভাইরাসে এ পর্যন্ত ৪ লাখ ৮০ হাজার ৫৯২ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৫১ হাজার ২৯২ জন।  #

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ