ভারতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ: ১ দিনে আক্রান্ত প্রায় ২ লাখ ৭১ হাজার
(last modified Sun, 16 Jan 2022 13:20:58 GMT )
জানুয়ারি ১৬, ২০২২ ১৯:২০ Asia/Dhaka
  • করোনা ভাইরাস
    করোনা ভাইরাস

ভারতে একদিনে ২ লাখ ৭১ হাজারের বেশি করোনা সংক্রমণ, সক্রিয় রোগী সাড়ে ১৫ লাখ, ভ্যাকসিন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সোচ্চার বিরোধীরা  ভারতে প্রাণঘাতী করোনা সংক্রমণের সংখ্যা কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়ে চলার মধ্যে একদিনে ২ লাখ ৭১ হাজার ২০২ জন সংক্রমিত হয়েছে। গতকাল (শনিবার) এই সংখ্যা ছিল ২ লাখ ৬৮ হাজার ৮৩৩।

দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেছে, বর্তমানে ১৫ লাখ ৫০ হাজার ৩৭৭ জন  রোগীর করোনা চিকিৎসা চলছে। অন্যদিকে, করোনা ভাইরাসের নয়া রূপ ওমিক্রন ৮.১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশে এ পর্যন্ত ওমিক্রনের মোট ৭ হাজার ৭৪৩টি ঘটনা রেকর্ড করা হয়েছে।  

এদিকে, ভারতে টিকা প্রদানের একবছর পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাফল্য সূচক বার্তা দিয়েছেন। বিরোধী নেতারা অবশ্য টিকা প্রদানে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেছেন।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ এক বার্তায় বলেন, ‘ভারতে টিকাকরণের একবছর পূর্ণ হল। টিকাকরণের সঙ্গে যারা যুক্ত তাদের সকলকে আমার স্যালুট জানাই। আমাদের টিকাকরণ কর্মসূচি কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে বাড়তি শক্তি দিয়েছে। এরফলে মানুষের জীবন ও জীবিকা রক্ষা পেয়েছে।’   

অন্যদিকে,কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ৯৩ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক কমপক্ষে একটি টিকা পেয়েছেন। উভয় টিকা পেয়েছেন প্রায় ৭০ শতাংশ নাগরিক। 

এ প্রসঙ্গে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেন, টিকাকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের কাজে ত্রুটি আছে। তারা এখনও সবাইকে জোড়া টিকা দিয়ে উঠতে পারেনি। কেন্দ্রের হাতে সমস্ত টিকা গচ্ছিত। কিন্তু পশ্চিমবঙ্গ এখনও জনসংখ্যার ৪০  শতাংশকে দ্বিতীয় টিকা দিতে পারেনি। কেন্দ্র সেই টিকা রাজ্যকে দিতে না পারায় এই অবস্থা। অথচ টিকা বিদেশে রফতানি করা হচ্ছে। ওই টিকা রাজ্যগুলোকে দিলে এতদিনে সবাইকে টিকা দিয়ে দেওয়া সম্ভব হতো।’ 

পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি এ  প্রসঙ্গে বলেন, ‘এটা কেন্দ্রীয় সরকারের আত্মপ্রচার ছাড়া আর কিছুই না। সকলের জোড়া টিকা হয়নি। অথচ ফোন তুললেই  মোদিকে ধন্যবাদ জানানো হচ্ছে! মিথ্যের ঢোল বাজিয়ে সরকার  নিজের কথাই নিজে রাখতে পারেনি। এটা লজ্জার!’

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, টিকাকরণ নিয়ে চূড়ান্ত মিথ্যার নির্মাণ চলছে। তিনি অবশ্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার— দু’পক্ষই এতে সমানভাবে দায়ী বলে দাবি করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এনএম/১৬ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ