বিজেপি’র বিদায়ের ঘণ্টা বেজে গেছে, তাই গান্ধীজিকে নিয়ে বাঁচার চেষ্টা করছে: ফিরহাদ হাকিম
(last modified Sun, 30 Jan 2022 13:02:38 GMT )
জানুয়ারি ৩০, ২০২২ ১৯:০২ Asia/Dhaka
  • ফিরহাদ হাকিম
    ফিরহাদ হাকিম

ভারতের পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, দেশ থেকে বিজেপি’র বিদায়ের ঘণ্টা বেজে গেছে, তাই গান্ধীজিকে নিয়ে বাঁচার চেষ্টা করছে। তিনি আজ (রোববার) ভারতের জাতির জনক গান্ধীজির প্রয়াণ দিবস উপলক্ষে বিজেপির শ্রদ্ধা জ্ঞাপন প্রসঙ্গে ওই মন্তব্য করেন।

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে আজ আলীপুর প্রেসিডেন্সি জেল ও আলীপুর সেট্রাল জেলে গান্ধীজির ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী ও পশ্চিমবঙ্গের রাজধানী  কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

আজ বিজেপির পক্ষ থেকে গান্ধীজির মৃত্যুবার্ষিকী পালন প্রসঙ্গে ফিরহাদ হাকিম হিন্দুত্ববাদী আরএসএস ও বিজেপি’র সমালোচনা করাসহ গান্ধীজির ঘাতক নাথুরাম গডসে প্রসঙ্গ উল্লেখ করে তীব্র কটাক্ষ করেন।   

এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘যদি গান্ধীজির প্রয়াণে বিজেপি অনুতপ্ত হয়, তাহলে আজকে তাদের গান্ধীজির প্রয়াণ দিবস না করে ‘গডসে’র ধিক্কার দিবস পালন করা উচিত। কারণ একই ভাবধারায়, বিজেপি যে ভাবধারায় অনুপ্রাণিত, আরএসএস বা  অন্যরাও একই ভাবধারায় অনুপ্রাণিত। তারা গডসের মন্দির করার কথা বলছে। আর এরা এখন দেখছে সব চলে যাচ্ছে, দেশ থেকে বিজেপির প্রায় বিদায়ের সময় বেজে গেছে, তাই এখন গান্ধীজিকে ধরে বাঁচার চেষ্টা চালাচ্ছে।    

অন্যদিকে, এক সাক্ষাৎকারে বিজেপি’র ‘গডসে প্রীতি’ সম্পর্কে ফিরহাদ হাকিম বলেছেন, ‘ছোটবেলা থেকে আমরা কংগ্রেস করেছি। গান্ধীবাদ, সুভাষবাদ জিন্দাবাদ বলতে বলতে বড় হয়েছি। আর ওরা মুখে না বললেও গডসেবাদে বিশ্বাস করে। ফলে আদর্শগত পার্থক্য রয়েছে’ বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৩০    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

ট্যাগ