ভারতীয় সংসদে পেশ হল বাজেট, তীব্র সমালোচনায় সোচ্চার বিরোধী নেতারা
(last modified Tue, 01 Feb 2022 14:32:13 GMT )
ফেব্রুয়ারি ০১, ২০২২ ২০:৩২ Asia/Dhaka
  • ভারতীয় সংসদে পেশ হল বাজেট, তীব্র সমালোচনায় সোচ্চার বিরোধী নেতারা

ভারতীয় সংসদে আজ ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

আজ (মঙ্গলবার) নয়া কেন্দ্রীয় বাজেটে শিল্পের বেশ কিছু ক্ষেত্রে কর বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। আবার কিছু কিছু ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। ফলে করের বোঝা কমে সস্তা হয়েছে কিছু জিনিস। একইভাবে দাম বেড়েছে বেশ কিছু জিনিসের।   

বাজেটে পেট্রোপণ্য যেমন কেরোসিন, গ্যাসোলিন, জ্বালানি তেল, ডিজেল, তরল প্রাকৃতিক গ্যস, তরল পেট্রোলিয়াম গ্যাসর দাম কমছে। সস্তা হচ্ছে চামড়াজাত দ্রব্য, মোবাইল, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি। পালিশ করা হিরের উপর শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। কিন্তু আয়কর কাঠামোতে কোনও পরিবর্তন নেই বলে বাজেটে সাফ জানিয়ে দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।  

আজ কেন্দ্রীয় সরকারের বাজেটের সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক  বার্তায় মমতা বলেন, সাধারণ মানুষের জন্য বাজেটে কিছুই নেই, প্রাপ্তির ভাঁড়ার শূন্য! মুদ্রাস্ফিতি ও বেকারত্ব রোধে এই বাজেটে কোনও সংস্থানই নেই। সরকার কথা রাখতে ব্যর্থ হয়েছে। বড় বড় কথায় হারিয়ে গেছে  সরকার। এটি পেগাসাসে বিদ্ধ বাজেট।   

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধি বলেন, এই বাজেটে চাকুরীজীবী, মধ্যবিত্ত, গরীব, নয়া প্রজন্ম, কৃষক এবং এবং এমএসএমই’র জন্য কিছুই নেই।   

কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা বলেছেন, করোনা পরিস্থিতিতে স্বস্তি চেয়েছিলেন দেশের চাকুরিজীবী এবং মধ্যবিত্তরা। মুদ্রাস্ফীতি এবং বেতন সঙ্কোচনের পর এটাই ছিল তাঁদের কাছে শেষ আশা। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তাদের গভীরভাবে হতাশ করলেন। এটা দেশের চাকুরিজীবী ও মধ্যবিত্ত শ্রেণীর প্রতি বিশ্বাসঘাতকতার শামিল। 

বাজেট প্রসঙ্গে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, মোদি সরকারের এই বাজেট অন্তঃসারশূন্য। কেন্দ্রীয় সরকারের এই বাজেটে আর্থিক বৃদ্ধির  কোনও দিশা নেই। গরিব-মধ্যবিত্ত কারও জন্যই কিছু নেই। আয়কর কাঠামো অপরিবর্তিত। এই বাজেট একটা ভাঁওতা, সদিচ্ছার অভাবও রয়েছে।     

এ ভাবে বিরোধী নেতা-নেত্রীরা বাজেটের সমালোচনা করলেও এটিকে দূরদর্শী বাজেট বলে অভিহিত করে কেন্দ্রীয় সরকারের মুখ রক্ষার চেষ্টা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।#

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ