ওয়াইসির কনভয়ে গুলিবর্ষণ : ধৃত ২, আইনি সহায়তা করবে ‘হিন্দু সেনা’!
(last modified Fri, 04 Feb 2022 12:41:34 GMT )
ফেব্রুয়ারি ০৪, ২০২২ ১৮:৪১ Asia/Dhaka
  • ওয়াইসির কনভয়ে গুলিবর্ষণে ধৃত শর্মা এবং শুভম
    ওয়াইসির কনভয়ে গুলিবর্ষণে ধৃত শর্মা এবং শুভম

ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন মিম)প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপিকে হত্যার চেষ্টা করায় শচীন শর্মা এবং শুভম নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনার পরে কেন্দ্রীয় সরকার ওয়াইসিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার ঘোষণা করেছে।

আজ (শুক্রবার) এডিজি (আইন শৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেন,  ওয়াইসিকে আক্রমণকারী উভয় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এতে ৩০৭ ধারা (খুনের চেষ্টা) দেওয়া হয়েছে। এফআইআর-এ শচীন শর্মা এবং শুভমের নাম নথিভুক্ত করা হয়েছে।   

পুলিশের এক কর্মকর্তা বলেন, গতকাল সন্ধ্যা ৫টা ২০ নাগাদ সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি যখন মীরাট থেকে সভা করে ফিরছিলেন, তখন টোলের কাছে তাঁর গাড়িবহরে হামলার বিষয়ে তথ্য দেওয়া হয়েছিল। তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়ার পরে, সেখানে যারা ছিল তাদের গ্রেফতার করা হয়েছে। টোলে স্থাপিত ক্যামেরা থেকে জানা যায়, ঘটনার সঙ্গে দু’জন জড়িত ছিল। দু’জনকেই শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশের এডিজি বলেন, ওই ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র দু’টি পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, একটি অল্টো গাড়িও উদ্ধার করা হয়েছে। উত্তর প্রদেশে কোনো ধরণের বিশৃঙ্খলা করা যাবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।    

গতকাল (বৃহস্পতিবার)ওয়াইসি উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মীরাট এবং কিঠোরে রোড শো করার পরে দিল্লিতে ফিরছিলেন।কিন্তু সন্ধ্যায় যখন তাঁর গাড়ি টোল প্লাজায় পৌঁছায়, সেখানে উপস্থিত দুই যুবক তাঁর গাড়িতে গুলি চালাতে শুরু করে। ওয়াইসি তার ওপর হামলার খবর টুইট করে জানিয়েছিলেন। এখানে গাড়ির সামনে  থাকা হামলাকারী এক অভিযুক্তকে ওয়াইসির গাড়ির চালক ধাক্কা দেয়, যার জেরে সে মাটিতে পড়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। অন্যদিকে, অন্য অভিযুক্ত সম্পর্কে বলা হয়েছে, সে গাজিয়াবাদের একটি থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। 

গণমাধ্যমে প্রকাশ, শচীন শর্মা নামে এক হামলাকারী গ্রেটার নয়ডার বাদলপুরের বাসিন্দা। শচীনের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে, শচীন নিজেকে পরিচয় দিয়েছেন একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য হিসেবে। তার বিরুদ্ধে আগে খুনের চেষ্টার মামলা রয়েছে। অন্যদিকে, সাহারানপুরের নাকুদ থানার সাম্পলা বেগমপুরের বাসিন্দা শুভম গুর্জর। তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড নেই। পুলিশ সমস্ত তথ্য খতিয়ে দেখছে।  

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের কনভয়ে গুলি চালনার ঘটনার কথা ট্যুইট করে ওয়াইসি এক বার্তায় বলেন, ‘কিছুক্ষণ আগে ছিজারসি টোল গেটে আমার গাড়িতে গুলি চালানো হয়। ৪ রাউন্ড গুলি চালান হয়েছে। ৩/৪ জন  ছিল। সবাই সেখানেই অস্ত্র ফেলে পালিয়ে যায়। আমার গাড়ি পাংচার হয়ে যায়। তবে আমি অন্য গাড়িতে চেপে সেখান থেকে বেরোই। আমরা সবাই নিরাপদে আছে। আলহামদুলিল্লাহ।’       

এ দিকে আজ হিন্দি গণমাধ্যম ‘আজতক’ জানিয়েছে আসাদউদ্দিন ওয়াইসির গাড়িবহরে হামলাকারী অভিযুক্তদের সমর্থন করেছে ‘হিন্দু সেনা’ নামে একটি সংগঠন। ‘হিন্দু সেনা’র জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, শচীন এবং শুভম উভয় অভিযুক্তকেই আইনি  সহায়তা দেওয়া হবে। গুপ্তা এই হামলাকে সতর্কবার্তা বলেছেন।

হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা লিখেছেন, ওয়াইসির গাড়িতে হামলা করে সতর্ক করা হিন্দুত্ববাদী শচীন ও শুভমকে ‘হিন্দু সেনা’ আইনি সহায়তা দেবে এবং সম্মানিত করবে। এটা আক্রমণ নয়, সতর্কবার্তা, হিন্দুদের বিরুদ্ধে  বিদ্বেষ ছড়ানো বন্ধ করুন ওয়াইসি।#

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ