‘হিজাব কখনো পড়াশোনার ক্ষেত্রে বাধা হতে পারে না, এটা ধর্মীয় অধিকার’
(last modified Thu, 10 Feb 2022 08:44:07 GMT )
ফেব্রুয়ারি ১০, ২০২২ ১৪:৪৪ Asia/Dhaka

সম্প্রতি ভারতের বিজেপিশাসিত কর্ণাটক, মধ্য প্রদেশ এবং পুদুচেরির বিভিন্ন জায়গায় ‘হিজাব’ ইস্যুতে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং মুসলিম ছাত্রীরা হিজাব পরিধান করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে সমস্যার মুখে পড়েছেন। কর্ণাটকে মুসকান নামে এক মুসলিম ছাত্রী উগ্র হিন্দুত্ববাদী গেরুয়া বাহিনীর হাতে নিগ্রহের শিকার হয়েছেন। তারা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে তাকে ঘিরে ধরার চেষ্টা করলে ওই ছাত্রী ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে তাদেরকে রুখে দিতে সমর্থ হন।

এ প্রসঙ্গে ভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়ার পিএইডি গবেষক তানিয়া নাসরিন রেডিও তেহরানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন কোলকাতা প্রতিনিধি আবদুল হাকিম।

রেডিও তেহরান : কর্ণাটক ও অন্য কয়েকটি রাজ্যে হিজাব নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই বিষয়ে কী ভাবছেন? কী বলবেন? 

তানিয়া নাসরিন: বর্তমানে ভারতের যে পরিস্থিতি, এটা একেবারেই অপ্রত্যাশিত ও বৈষম্যমূলক। ভারতবর্ষে আজকে ‘হিজাব’ নতুন কোনও কথা নয়। বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে হিজাব পরা হয়। একটু গ্রামের দিকে গেলে দেখা যাবে সেখানকার   নারীরাও হিজাব পরিধান করেন। হিজাব পরে কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাওয়া এটা নতুন কিছু নয়। কিন্তু আমরা জানি যে, ‘সিএএ’/এনআরসি’র (সংশোধিত নাগরিকত্ব আইন/জাতীয় নাগরিক পঞ্জি) বিরুদ্ধে যেভাবে মুসলিম নারীরা প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, সেই থেকে তাদের ওপরে বিজেপি বা হিন্দুত্ববাদী মানুষজন বুঝতে পেরেছেন মুসলিম মেয়েরা অনেক এগিয়ে গেছে এবং পড়াশোনায় তাঁরা পিছিয়ে নেই। তারপর থেকে তারা মুসলিমদের উপরে কোনো না কোনোভাবে আক্রমণের অজুহার খুঁজছে। ‘হিজাব’ কখনো পড়াশোনার ক্ষেত্রে বাধা হতে পারে না। ‘হিজাব’ পরা একটা ধর্মীয় অধিকার। একইভাবে যদি খ্রিস্টান, বৌদ্ধ বা অন্যরা যদি তাদের ধর্মীয় রীতিনীতি পালন করতে চায় তার বিরুদ্ধেও কিছু বলা উচিত নয়। ভারতে আমরা যে সাংবিধান অধিকার পেয়ে থাকি তা অক্ষুণ্ণ রাখতে হবে। যারা হিজাবকে কেন্দ্র করে মুসলিম মেয়েদের উত্যক্ত করছে তাদের যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি।’  

রেডিও তেহরান: সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন?

তানিয়া নাসরিন: এখনও পর্যন্ত আমরা সেরকম কিছু দেখতে পাইনি। কর্ণাটকে মুসকান নামে যে কলেজছাত্রীর উপরে বহিরাগতরা আক্রমণ করেছে, সঙ্গে সঙ্গেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। কিন্তু আমরা এ পর্যন্ত সেরকম কিছু দেখতে পাইনি। বিজেপি বা সরকারের পক্ষ থেকে তাদের কোনও প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে না।”

রেডিও তেহরান: ওই ঘটনার সঙ্গে ৫ রাজ্যে নির্বাচনের কোনও যোগসূত্র রয়েছে কী?  

তানিয়া নাসরিন: অবশ্যই এবং এটা ১০০ শতাংশ সত্যি কথা। বিজেপি যেটা মনে করছে হিন্দুদের পক্ষ হয়ে এবং মুসলিমদের বিরুদ্ধে মন্তব্য করে ভোট নিয়ে নেব। এটা ভোট ব্যাংক সংহত করার লক্ষ্যেই ওদের লোকজনই এসব করছে। কিন্তু এটা সম্ভব হবে না। মানুষকে বোকা বানিয়ে ভোট ব্যাঙ্ক হয় না। কিছু দিনের জন্য হতে পারে।

রেডিও তেহরান: কলেজ ছাত্রী মুসকানকে যেভাবে উত্যক্ত করা হল, তাতে কী প্রভাব পড়তে পারে? 

তানিয়া নাসরিন: শুধু দেশের মধ্যেই নয়, সারা বিশ্বেই এর ছাপ পড়ছে। এবং ধীরে ধীরে এর প্রভাব বাড়ছে। আমরা নিজেরা অনেক সমস্যার মুখে পড়ি। আমরা যখন কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে যাই, আমাদের হিজাব খুলতে বাধ্য করা হয়। সরকার এসব বিষয়ে পদক্ষেপ গ্রহণ করলে খুব সহজেই সমস্যার সমাধান হতে পারে।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/০৯

 

ট্যাগ