ভারতের অভ্যন্তরীণ বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
(last modified Sat, 12 Feb 2022 12:44:28 GMT )
ফেব্রুয়ারি ১২, ২০২২ ১৮:৪৪ Asia/Dhaka
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী
    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী

বিজেপিশাসিত কর্ণাটকে ‘হিজাব’ বিতর্ক নিয়ে বিশ্বব্যাপী যখন তোলপাড় চলছে তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য গ্রহণযোগ্য নয়।

সম্প্রতি পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছিন, হিজাবকে কেন্দ্র করে মুসলিম মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করা মৌলিক মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। নোবেলজয়ী মালালা ইউসুফজাইও এই বিষয়ে ভারতের সমালোচনা করেছেন।

এর প্রতিক্রিয়ায় আজ (শনিবার) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য গ্রহণযোগ্য নয়।’ কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ‘ড্রেস কোড’ সংক্রান্ত বিষয়টি এখন সে রাজ্যের হাইকোর্টের বিবেচনাধীন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী টুইটারে লিখেছেন, “কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে পোশাকবিধি নিয়ে যে বিষয় তৈরি হয়েছে, তা কর্নাটক হাইকোর্টে বিচারাধীন। আমাদের সাংবিধানিক পরিকাঠামো ও কার্যপদ্ধতি, এমনকি আমাদের গণতন্ত্রের নীতি ও বিশ্বাসও এমন একটি বিষয়, যা বিচার বিবেচনা করে সমাধান করা হয়। তাই যারা ভারত সম্পর্কে ভালোভাবে জানেন, তারা সঠিক উপলব্ধি করতে পারবেন।”

আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা (আইআরএফ), একটি মার্কিন সরকারি সংস্থা যা বিদেশে ধর্মীয় স্বাধীনতার ওপর নজরদারি করে এবং রিপোর্ট করে, তারা কলেজ ক্যাম্পাসে মুসলিম ছাত্রীদের হিজাব পরার দাবি বিতর্কের মধ্যে কর্ণাটক সরকারের সমালোচনা করেছে। এছাড়াও অন্য দেশের পক্ষ থেকেও এ ব্যাপারে সমালোচনা করা হয়েছে।  

কর্ণাটকে হিজাব বিতর্কের কথা উল্লেখ করে আইআরএফ রাষ্ট্রদূত রাশাদ হুসেইনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, স্কুলে হিজাব নিষিদ্ধ করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন।’

রাশাদ হুসেইনের কার্যালয় এক টুইট বার্তায় বলেছে, ‘ধর্মীয় স্বাধীনতার মধ্যে যে  কারও ধর্মীয় পোশাক বেছে নেওয়ার স্বাধীনতা অন্তর্ভুক্ত রয়েছে। ভারতের কর্ণাটক রাজ্যের ধর্মীয় পোশাক পরার অনুমতি নির্ধারণ করা উচিত নয়। স্কুলে হিজাব নিষিদ্ধ করা ধর্মীয় স্বাধীনতাকে লঙ্ঘন করে এবং এটি নারী ও মেয়েদের কলঙ্কিত ও প্রান্তিক করে তোলে।’ 

বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতা সংস্থার রাষ্ট্রদূত হলেন রাশাদ হুসেইন। সংস্থাটি ইউএস অফিস অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের অধীনস্থ। এটি অতীতে ভারতে ধর্মীয় উত্তেজনার বিষয়েও মন্তব্য করেছে।       

এ দিকে, আজ এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, কর্ণাটকে হিজাব বিতর্কের পরিপ্রেক্ষিতে, পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে  দক্ষিণ কন্নড় এবং উডুপি জেলায় ফ্ল্যাগ মার্চ করেছে। পুলিশের ডেপুটি কমিশনার হরিরাম শঙ্কর বলেছেন, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কন্নড় জেলার পুত্তুর এবং সুরতকল শহরে ফ্ল্যাগ মার্চ করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) ৯৭ তম ব্যাটালিয়নের ১৩০ জন সদস্য এতে অংশগ্রহণ নেন। 

পুলিশ কর্মকর্তা হরিরাম শঙ্কর বলেন, এখানে পানামবুরে নিযুক্ত র‍্যাফ কর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। হিজাব বিতর্কের কেন্দ্রস্থল, উডুপির কৌপ, কুন্দাপুর, কারকালা, পদুবিদারি, ব্রহ্মাভার, বান্দুর এবং শিরওয়াতে পুলিশ ফ্ল্যাগ মার্চ করেছে।#    

পার্সটুডে/এমএএইচ/এআর/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ