কর্ণাটকে ফের বিতর্ক, স্কুলে ঢোকার মুখে ছাত্রীদের খুলতে হল হিজাব
(last modified Mon, 14 Feb 2022 12:46:18 GMT )
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ১৮:৪৬ Asia/Dhaka

ভারতে বিজেপিশাসিত কর্ণাটকে হিজাব বিতর্কের মধ্যে এবার মান্ডা জেলার একটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রীদের স্কুল প্রাঙ্গণে প্রবেশের আগে তাদের হিজাব খুলে ফেলতে বলা হল।

হিন্দি গণমাধ্যম এনডিটিভি ওয়েবসাইটে প্রকাশ, আজ (সোমবার) নতুন করে ওই ঘটনা ঘটেছে। কিছুদিন বন্ধ থাকার পর আজই প্রথম স্কুল খুলেছিল।  

গত সপ্তাহে, হাইকোর্ট একটি অন্তর্বর্তী আদেশে বলেছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার খুলতে পারে, তবে ধর্ম সম্পর্কিত পোশাকের অনুমতি দেওয়া হবে না।

আজ সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা একটি ভিডিওতে প্রকাশ, একজন নারী (সম্ভবত শিক্ষিকা) স্কুলের গেটে হিজাব পরা এক ছাত্রীকে থামিয়ে 'ওকে সরান, সরান’ বলে নির্দেশ দেন৷ ভিডিওতে কিছু অভিভাবককে তাদের মেয়েদের স্কুলে প্রবেশে বাধা দেওয়ায় তর্ক করতে দেখা যায়। এক উত্তপ্ত তর্ক-বিতর্কের পরে অবশেষে ছাত্রীরা হিজাব খুলে ফেলতে বাধ্য হয় এবং এরপরে স্কুল প্রাঙ্গণে প্রবেশ করতে সমর্থ হয়।     

উডুপির একটি সরকারি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রী এনডিটিভিকে জানায় তাকে এবং তার সহপাঠীকে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তাদের হিজাব খুলে ফেলতে হয়েছিল।

হিজাব বিতর্কের পর বন্ধ হয়ে যাওয়া দশম শ্রেণি পর্যন্ত স্কুলগুলো আজ আবার খুলে দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত একাদশ ও দ্বাদশ শ্রেণির স্কুল বন্ধ। হিজাব ইস্যুতে এক মামলার শুনানি চলছে হাইকোর্টে।

আজ হিন্দি গণমাধ্যম ‘আজতক’ সূত্রে প্রকাশ, হিজাব বিতর্কে তামিলনাড়ুর কংগ্রেস নেতা দীনেশ গুন্ডু রাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন,  'কর্নাটকের স্কুলের সামনে এ সব দেখা দুর্ভাগ্যজনক। আমি আশা করি, হাইকোর্ট পরিস্থিতি সম্পূর্ণভাবে অনুধাবন করবেন এবং একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেবেন। আমরা অসহিষ্ণু ভারত চাই না। 

অন্যদিকে, ভারতের মজলিশ-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, 'এটি একটি সম্প্রদায়ের জন্য অপমানজনক। যখন ‘মৌলিক অধিকার’ স্থগিত হয়, তখন এমনটা ঘটে।#

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ