জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে বন্দুকযুদ্ধে সেনা জওয়ানসহ নিহত ৩
https://parstoday.ir/bn/news/india-i104058-জম্মু_কাশ্মীরের_নিরাপত্তা_বাহিনী_ও_গেরিলাদের_মধ্যে_বন্দুকযুদ্ধে_সেনা_জওয়ানসহ_নিহত_৩
জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে দু’জন সেনা জওয়ান ও এক গেরিলা নিহত হয়েছে। নিহত জওয়ানরা হলেন, সন্তোষ যাদব এবং রমিত চৌহান। নিহত গেরিলার পরিচয় জানার চেষ্টা চলছে। আজ (শনিবার) দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় ওই সংঘর্ষ হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১৭:৫০ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে বন্দুকযুদ্ধে সেনা জওয়ানসহ নিহত ৩

জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে দু’জন সেনা জওয়ান ও এক গেরিলা নিহত হয়েছে। নিহত জওয়ানরা হলেন, সন্তোষ যাদব এবং রমিত চৌহান। নিহত গেরিলার পরিচয় জানার চেষ্টা চলছে। আজ (শনিবার) দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় ওই সংঘর্ষ হয়।

এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, একজন কর্মকর্তা বলেন, শোপিয়ানের জৈনপুরা এলাকার চেরমার্গে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে একটি গোয়েন্দা তথ্য পাওয়া গিয়েছিল। এরপরে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং সেখানে তল্লাশি অভিযান চালায়। ওই কর্মকর্তা বলেন, নিরাপত্তা বাহিনী যখন ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল, সেখানে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা তাদের ওপর গুলিবর্ষণ করে। এ সময়ে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলিবর্ষণের মধ্যদিয়ে জবাব দিলে সংঘর্ষে একজন সন্ত্রাসী নিহত হয়।

বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল ‘আজতক’-এর ওয়েবসাইট সূত্রে প্রকাশ, গেরিলাদের উপস্থিতির কথা জানতে পরে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী সিআরপিএফের একটি যৌথ দল চারদিক থেকে সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। যৌথবাহিনী সন্দেহভাজন আস্তানার দিকে এগোলে এ সময়ে  গেরিলারা গুলি চালাতে থাকে। পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীর টিমও গুলি চালায় এবং একজন সন্ত্রাসী নিহত হয়। যেখানে ২ জন জওয়ানও নিহত হয়েছে। গেরিলারা কোন সংগঠনের সাথে জড়িত তা বর্তমানে জানা যায়নি। সংঘর্ষ শেষ হলে নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করবে।

‘আজতক’ সূত্রে প্রকাশ, নিহত সেনা সদস্যরা হলেন, সন্তোষ যাদব এবং রমিত চৌহান। উভয়েই ১ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান হিসেবে কর্মরত ছিলেন। ক্রস ফায়ারিংয়ের সময় ওই জওয়ানরা আহত হলে তাদেরকে শ্রীনগরের ৯২ বেস হাসপাতালে পাঠানো হয়। দু’জনেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।#

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।