ভারতকে উগ্র ফ্যাসিবাদী হিন্দুরাষ্ট্রে পরিণত করতে কাজ চলছে : সীতারাম ইয়েচুরি
(last modified Thu, 07 Apr 2022 11:16:52 GMT )
এপ্রিল ০৭, ২০২২ ১৭:১৬ Asia/Dhaka
  • সীতারাম ইয়েচুরি
    সীতারাম ইয়েচুরি

ভারতে সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ভারতকে একটি উগ্র ফ্যাসিবাদী হিন্দুরাষ্ট্রে পরিণত করার বাস্তবায়ন শুরু হয়ে গেছে। গতকাল (বুধবার) কান্নুরে সিপিআই(এম)-এর ২৩তম কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব পেশ করে একথা বলেন দলটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

ইয়েচুরি বলেন, ‘আরএসএস’-এর দীর্ঘদিনের এজেন্ডাগুলোকে বৈধতা দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট অযোধ্যায় রামমন্দির গঠন করাকে আইনি অনুমোদন দিয়েছে। সংবিধানের ৩৭০ধারা বিলুপ্ত করে জম্মু-কাশ্মীর রাজ্যকে ভেঙে দেওয়া হয়েছে। সরকারের বিরুদ্ধে যে কোনও বিক্ষোভকে ‘জাতীয়তা বিরোধী’ বা ‘দেশের শত্রু’ বলে দেগে দেওয়া হচ্ছে। 

তিনি বলেন, ‘ভারতকে একটি উগ্র ফ্যাসিবাদী হিন্দুরাষ্ট্রে পরিণত করার যে লক্ষ্য ‘আরএসএস’-এর রয়েছে, তা এখন আর চেষ্টার স্তরে নেই। সেই লক্ষ্যের এখন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। ২০১৯সালে কেন্দ্রে আরএসএস’র রাজনৈতিক মুখ বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তার প্রতিটি পদক্ষেপে সমস্ত দিক থেকে এই পরিকল্পনা রূপায়ণের লক্ষণ ফুটে উঠছে।’ 

সীতারাম ইয়েচুরি সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘সিএএ-এনআরসি’র মাধ্যমে নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়ার আইন আনা হয়েছে। গণতান্ত্রিক অধিকারগুলো নানাভাবে খর্ব করা হচ্ছে। দেশকে একটি নজরদারি রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আইন আনা হয়েছে। এই ধ্বংসাত্মক অভিযানের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে ক্রমবর্ধমান বিক্ষোভ ধূমায়িত হচ্ছে। ‘সিএএ-এনআরসি’র বিরুদ্ধে গোটা দেশে তরুণ প্রজন্ম একহাতে জাতীয় পতাকা, আরেক হাতে সংবিধান নিয়ে রাস্তায় নেমেছে। শাহীনবাগ গোটা দেশের সামনে প্রতিরোধ আন্দোলনের একটা উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে।’  

সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি আন্তর্জাতিক প্রশ্নে ভারতের কেন্দ্রীয় সরকারের অবস্থান প্রসঙ্গে বলেন, ‘বিজেপি সরকার গত চার বছরে ধারাবাহিকভাবে মার্কিন চাপের কাছে আত্মসমর্পণ করে চলেছে এবং দফায় দফায় পররাষ্ট্রনীতির পরিবর্তন করে ভারতকে মার্কিন  সাম্রাজ্যবাদের একটি অধীনস্থ শরিক হিসেবে প্রতিষ্ঠিত করছে। ইউক্রেন যুদ্ধের আগে পর্যন্ত এই অবস্থান নিয়েছে ভারত।’ 

‘এরফলে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের অবস্থানের ক্রমাবনতি ঘটেছে বলেও মন্তব্য করেন সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। #

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ