বিজেপি গরীবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: ওয়াইসি
(last modified Wed, 20 Apr 2022 06:52:56 GMT )
এপ্রিল ২০, ২০২২ ১২:৫২ Asia/Dhaka
  • ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি
    ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি

ভারতের মজলিশ-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, বিজেপি গরীবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দিল্লির জাহাঙ্গীরপুরীতে অবৈধ দখলদারি অবকাঠামোয় বুলডোজার চালানোর সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ওই মন্তব্য করেছেন।

গত (শনিবার) জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। যদিও হিন্দুত্ববাদী বিভিন্ন দল ও সংগঠন এ ব্যাপারে মুসলিমদের দায়ী করেছে এবং তাদের বিরুদ্ধে বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ করে সেগুলোতে বুলডোজার চালানোর দাবি জানিয়েছে।           

‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘দখলদারির নামে উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশের মতো দিল্লিতেও বাড়িঘর ধ্বংস করতে চলেছে বিজেপি। নোটিশ নেই, আদালতে যাওয়ার সুযোগ নেই। শুধু বেঁচে থাকার সাহসের জন্য গরীব মুসলিমদের জন্য শাস্তি দেওয়া। অরবিন্দ কেজরিওয়ালকে (দিল্লির মুখ্যমন্ত্রী) অবশ্যই তার সন্দেহজনক ভূমিকা স্পষ্ট করতে হবে। তার সরকারের পূর্ত বিভাগ কী এই 'ধ্বংস অভিযান'-এর অংশ? জাহাঙ্গীরপুরীর জনগণ কী এমন বিশ্বাসঘাতকতা ও কাপুরুষতার জন্য তাকে ভোট দিয়েছিল? তার বারবার এড়িয়ে যাওয়া এবং 'পুলিশ আমাদের নিয়ন্ত্রণে নেই' বলা এখানে চলবে না।’

উত্তর দিল্লি পৌর কর্পোরেশন ওই এলাকায় অবৈধ দখলদারদের ওপর বুলডোজার চালানোর সিদ্ধান্ত নেওয়ায় ওয়াইসি ওই প্রতিক্রিয়া জানিয়েছেন। ওই ইস্যুতে বিজেপি সরকারসহ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তীব্রভাবে নিশানা করেন তিনি। 

আমানতউল্লাহ খান

আজ (বুধবার) হিন্দি গণমাধ্যম ‘আজতক’ সূত্রে প্রকাশ, ওই ইস্যুতে আম আদমি পার্টির বিধায়ক আমানতউল্লাহ খান বলেছেন, ‘অমিত শাহ (স্বরাষ্ট্রমন্ত্রী) এবং বিজেপি দিল্লির শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়। দিল্লি পৌর কর্পোরেশন ব্যবহার করে এখন জাহাঙ্গীরপুরীতে দখলের নামে বুলডোজার চালিয়ে একটি বিশেষ সম্প্রদায়কে হয়রানি করার নয়া আদেশ জারি করা হয়েছে। সময়মতো নিয়ন্ত্রণ করা না গেলে এই সস্তা রাজনীতি দেশকে ডুবিয়ে দেবে!’    

এদিকে, আজ সকাল থেকে দিল্লি পুলিশ সংশ্লিষ্ট এলাকায় ফ্ল্যাগ মার্চ শুরু করেছে। আজ থেকে ওই এলাকায় অবৈধ নির্মাণের ওপর বুলডোজার চলতে পারে। দিল্লির জাহাঙ্গীরপুরীতে বেআইনি বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে উত্তর দিল্লি পৌর কর্পোরেশন। ওই বিষয়ে তারা দিল্লি পুলিশের কমপক্ষে ৪০০ পুলিশ সদস্যকে চেয়েছে যাতে ২০ বা ২১ এপ্রিল অবৈধ বাড়িগুলো ভেঙে ফেলার ব্যবস্থা গ্রহণ করা যায়। প্রসঙ্গত, উত্তর দিল্লি পৌর কর্পোরেশনের নিয়ন্ত্রণ রয়েছে হিন্দুত্ববাদী বিজেপির হাতে।#         

পার্সটুডে/এমএএইচ/এআর/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ