'বিজেপি আগুন নিয়ে খেলছে, নবীজীকে (সা.) অসম্মান করলে আমরা বসে দেখব না'
https://parstoday.ir/bn/news/india-i109426-'বিজেপি_আগুন_নিয়ে_খেলছে_নবীজীকে_(সা.)_অসম্মান_করলে_আমরা_বসে_দেখব_না'
জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, নবীজীকে (সা.) অসম্মান করলে আমরা বসে দেখব না। বিজেপি আগুন নিয়ে খেলছে। আজ (শনিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
জুন ১৮, ২০২২ ১৯:০০ Asia/Dhaka

জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, নবীজীকে (সা.) অসম্মান করলে আমরা বসে দেখব না। বিজেপি আগুন নিয়ে খেলছে। আজ (শনিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।

সম্প্রতি মহানবী (সা.) সম্পর্কে বিজেপির সাবেক জাতীয় মুখপাত্র নূপুর শর্মা এবং নবীন জিন্দাল যে আপত্তিকর মন্তব্য করেছেন তার প্রতিবাদে আজ কোলকাতায় জমিয়তে উলামার পক্ষ থেকে এক প্রতিবাদ সমাবেশ হয়।   

আজকের ওই সমাবেশে জমিয়তের পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বিজেপিকে টার্গেট করে বলেন,‘নবীজিকে কলঙ্কিত করতে চাচ্ছে? বিজেপি আগুন নিয়ে খেলছে। যারা ব্রিটিশের সঙ্গে লড়াই করতে পারে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, আমাদের দয়ার নবী সা. কে তোমরা উল্টোপাল্টা কথা বলবে, আর আমরা বসে দেখব, এটা হবে না। আমরা আজকে মিছিলের কর্মসূচি রাখিনি। মিছিল ডাকলে কোলকাতা স্তব্ধ হয়ে যেত। যত মানুষ এখানে আছেন, বাইরে এর থেকে বেশি মানুষ আছেন। আমার ধারণা দুই থেকে আড়াই লাখ মানুষ এখানে সমবেত হয়েছেন। এ রকম শান্তিপূর্ণ সভা কোলকাতা দেখেনি।’   

তিনি বলেন, ‘মূর্খের স্বর্গে বাস করে আর বিজেপির চকলেট খেয়ে নবীজির বিরুদ্ধে কথা বলা যাবে না। এই আঘাতে সমগ্র বিশ্ব অস্থির হয়ে উঠেছে। বিভিন্ন দেশ ওই ঘটনার নিন্দা জানিয়েছে। এটা বিজেপির জন্য লজ্জা! ভারতের জন্য লজ্জা! এদের লজ্জা বলে কিছু নেই, এদের গণ্ডারের চামড়া! বিজেপির লোকেরা শুনছেন, এত সহজে ছাড় পাবেন না মশায়। ক্ষমা চান। এবং আমরা চাচ্ছি শাস্তি পেতে হবে। ভালো করে শুনে নিন, প্রিয় নবী (সা)-এঁর উপরে আঘাত, কুরআনের উপরে আঘাত, মায়েদের উপরে আঘাত দিয়ে আল্লাহ্‌র সঙ্গে যুদ্ধ শুরু করেছ তোমরা। আমরা লড়াই করব না, এই লড়াই উপর থেকে হবে। ছারখার হয়ে যাবে তোমরা’ বলেও মন্তব্য করেন জমিয়তের পশ্চিমবঙ্গের সভাপতি ও রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। #  

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার /১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।