গুজরাটে নতুন মন্ত্রীরা শপথ নিলেন: ‘সংখ্যালঘু’ নেতাকে উপমুখ্যমন্ত্রী করল বিজেপি
https://parstoday.ir/bn/news/event-i153126-গুজরাটে_নতুন_মন্ত্রীরা_শপথ_নিলেন_সংখ্যালঘু’_নেতাকে_উপমুখ্যমন্ত্রী_করল_বিজেপি
দু’বছর পর ভারতের গুজরাট রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগেই ভারতের রাজ্যের মন্ত্রিসভা ঢেলে সাজানো হল। আজ (শুক্রবার) গুজরাটের নতুন মন্ত্রীরা শপথ নিয়েছেন। এরইমধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
অক্টোবর ১৭, ২০২৫ ১৬:৩৮ Asia/Dhaka
  • গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল
    গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

দু’বছর পর ভারতের গুজরাট রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগেই ভারতের রাজ্যের মন্ত্রিসভা ঢেলে সাজানো হল। আজ (শুক্রবার) গুজরাটের নতুন মন্ত্রীরা শপথ নিয়েছেন। এরইমধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন।

নতুন মন্ত্রিসভায় চমক হিসেবে দেখা গেল বিশ্বকাপজয়ী ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজাকে। এছাড়াও ‘সংখ্যালঘু’ হর্ষ সাংভিকে উপমুখ্যমন্ত্রী করা হয়েছে। উল্লেখ্য, ভূপেন্দ্র প্যাটেলের মুখ্যমন্ত্রিত্বে এই প্রথমবার রদবদল হলো গুজরাটের মন্ত্রিসভায়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে আচমকাই মুখ্যমন্ত্রী বাদ দিয়ে গুজরাটের প্রত্যেক মন্ত্রী পদত্যাগ করেন। তখনই ধারনা করা হচ্ছিল প্রতিষ্ঠানে বিরোধিতা সামলাতে গুজরাটের গোটা মন্ত্রিসভা ঢেলে সাজাতে চলেছে বিজেপি।

উল্লেখ্য, অতীতেও আচমকা গুজরাটের মুখ্যমন্ত্রী বদলে দেওয়ার নজির রয়েছে গেরুয়া শিবিরের। তাই এবার মুখ্যমন্ত্রী বদল নয়, গোটা ক্যাবিনেটই পালটে ফেলা হয়েছে গুজরাটে।

শুক্রবার সকালে গুজরাট বিজেপির পক্ষ থেকে নতুন মন্ত্রীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন স্বরূপজি ঠাকুর, প্রভেনকুমার মালি, রুশিকেশ প্যাটেল, দর্শনা ওয়াঘেলা, কুনভারজি বাভালিয়া, রিভাবা জাদেজা, অর্জুন মোধওয়াদিয়া, পরশোত্তম সোলাঙ্কি, জিতেন্দ্র ওয়াঘানি, প্রফুল পানশেরিয়া, হর্ষ সাঙ্ঘভি এবং কানুভাই দেশাইদের মতো নাম। তবে এই মন্ত্রিসভায় অনেকেই এমন রয়েছেন যারা আগেও গুজরাটের মন্ত্রিত্ব সামলেছেন। সম্ভবত চারজন নতুন মুখকে দেখা যাবে গুজরাটের নতুন মন্ত্রিসভায়।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। বর্তমানে রাজ্যে মন্ত্রীর সংখ্যা ১৬।

সূত্রের খবর, এই সংখ্যা বাড়িয়ে ২৬ করা হবে। অর্থাৎ কিনা দশ জন নতুন মন্ত্রী পাবে মোদি-শাহর রাজ্য। সবচেয়ে বড় চমক হর্ষ সাংভি। জৈন সম্প্রদায়ের হর্ষ গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এবার তিনি ভূপেন্দ্রর ডেপুটি হলেন। জাত সমীকরণকে মাথায় রেখে পাতিদার, তফসিলি উপজাতি মুখকেও জায়গা দেওয়া হয়েছে গুজরাটের মন্ত্রিসভায়।#

পার্সটুডে/জিএআর/১৭