ভারতের বিএসএফ-পাকিস্তানি রেঞ্জার্সের ঈদ শুভেচ্ছা বিনিময়
জম্মু-কাশ্মীরে ঈদের জামাতে অমরনাথ তীর্থযাত্রীদের জন্য বিশেষ প্রার্থনা
ভারতে বিভিন্ন রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে পালিত হচ্ছে ঈদুল আজহা। শ্রী অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের সেবা করা মুসলিম সম্প্রদায়ের সদস্যরা আজ বালতাল বেস ক্যাম্পে ঈদের নামাজ আদায় করেছেন। এ সময় অমরনাথ গুহার কাছে সাম্প্রতিক বন্যায় প্রাণ হারানো ভক্তদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। একইসঙ্গে মসজিদ কমিটির পক্ষ থেকে তীর্থযাত্রীদের জন্য সহায়তার প্রস্তাবও দেওয়া হয়।
অনন্তনাগ জেলার বালতাল এলাকায়, মুসলিম সম্প্রদায়ের শত শত মানুষ শ্রী অমরনাথ তীর্থযাত্রীদের সেবা করার জন্য প্রস্তুত থাকেন। এবারের যাত্রার শুরুতে স্থানীয়রা তীর্থযাত্রীদের গলায় মালা পরিয়ে স্বাগত জানায়। এই যাত্রায় স্থানীয় লোকদের কর্মসংস্থানও হয় এবং এ সময়ে তাদের আতিথেয়তাও দেখা যায়।
গত শুক্রবার শ্রী অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা প্রবল বর্ষণে এ পর্যন্ত ১৬ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এ ছাড়া কমপক্ষে ৪০ জন নিখোঁজ এবং ৫০ জনের বেশি আহত হয়েছে। এ সময়ে পাহাড় থেকে আসা ধ্বংসাবশেষ ভক্তদের জন্য স্থাপন করা প্রায় ৪০টি তাঁবু ভাসিয়ে নিয়ে যায়। সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ সহ বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বেশ কয়েকটি দল অবিরাম ত্রাণ ও উদ্ধার কাজে নিযুক্ত রয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে আজ জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এই উৎসব মানবতার ঐক্যে আমাদের বিশ্বাসকে পুনঃপ্রতিষ্ঠিত করার এবং দরিদ্র ও নিঃস্বদের প্রতি পরোপকারী হওয়ার একটি সুযোগ।
এদিকে, আজ গুজরাট ও রাজস্থান সংলগ্ন পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ঈদুল আজহা উপলক্ষে ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও পাকিস্তান রেঞ্জার্স সদস্যরা একে অপরের মধ্যে মিষ্টি বিনিময় ও শুভেচ্ছা জানিয়েছে। এ সময় খুবই সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ ছিল। বিএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।#
পার্সটুডে/পার্সটুডে/এমএএইচ/এআর/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।