'ভারতে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু', সাবেক রাষ্ট্রপতিকে টার্গেট মেহবুবার
ভারতে ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। একইসঙ্গে আজ জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিডিপি প্রধান মেহবুবা মুফতি সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নিশানা করেছেন। রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হয়েছে গতকাল ২৪ জুলাই।
মেহবুবা মুফতি বলেছেন, বিদায়ী রাষ্ট্রপতি এমন একটি ঐতিহ্য রেখে গেছেন যেখানে ভারতীয় সংবিধানকে বহুবার পদদলিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় আজ (সোমবার) মেহবুবা মুফতি বলেন, ৩৭০ ধারা হোক, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে হোক, সংখ্যালঘু বা দলিতদের নির্বিচারে টার্গেট করা হোক, তিনি ভারতীয় সংবিধানের মূল্যে বিজেপির রাজনৈতিক এজেন্ডা পূরণ করেছেন।
এর আগে ‘হর ঘর তেরঙ্গা কর্মসূচি’ নিয়েও কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করেন মেহবুবা মুফতি। মেহেবুবা বলেন, জম্মু-কাশ্মীরে প্রশাসন যেভাবে ছাত্র, দোকানদার এবং কর্মচারীদের জাতীয় পতাকা উত্তোলনের জন্য অর্থ প্রদান করতে বাধ্য করছে, তাতে মনে হচ্ছে কাশ্মীর একটি শত্রু অঞ্চল যা দখল করা দরকার। এ সম্পর্কে গতকাল (রোববার) মেহেবুবা মুফতি জম্মু-কাশ্মীর প্রশাসনের বিরুদ্ধে হর ঘর তেরঙ্গা কর্মসূচির জন্য জাতীয় পতাকা কিনতে বাধ্য করার অভিযোগ করেছেন। বলেছেন, দেশপ্রেম স্বাভাবিকভাবেই আসে, তা চাপিয়ে দেওয়া যায় না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জনসাধারণের উদ্দেশ্যে স্বাধীনতার অমৃত মহোৎসবের অধীনে, ১৩/১৫ আগস্ট পর্যন্ত প্রত্যেকের বাড়িতে তেরঙ্গা (জাতীয় পতাকা) উত্তোলনের জন্য আহ্বান জানিয়েছেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'হর ঘর তেরঙ্গা'।
সরকার বলেছে, এই উপলক্ষে ২০ কোটি মানুষ তাদের বাড়িতে তেরঙ্গা উত্তোলন করবে। এতে আপত্তি জানিয়েছেন পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি। তিনি বলেন, আমরা ১৫ আগস্ট উদযাপন (স্বাধীনতা দিবস) করি, ২৬ জানুয়ারি উদযাপন (প্রজাতন্ত্র দিবস) করি কারণ আমরা স্বাধীন হয়েছি, এক দেশ হয়েছি। মেহবুবা বলেন, জম্মু-কাশ্মীর মুসলিম রাজ্য হওয়া সত্ত্বেও আমরা পাকিস্তানের সঙ্গে যাইনি। আমরা ধর্মনিরপেক্ষতার জন্য ভারতের পতাকা গ্রহণ করেছি। কিন্তু আজ এ সব মানুষ ঘরে ঢুকে পতাকা উত্তোলন করছে। যদিও এই লোকেরা ‘গেরুয়া’ পতাকায় বিশ্বাসী মানুষ। যারা তেরঙ্গাকে সম্মান করে না, তারা আমাদের বাড়িতে ঢুকে পতাকা লাগাচ্ছে বলেও কটাক্ষ করেন মেহবুবা মুফতি।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার /২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।