বিজেপি অশিক্ষিতদের দল, তারা দেশকে অশিক্ষিত রাখতে চায় : সিসোদিয়া
https://parstoday.ir/bn/news/india-i112522-বিজেপি_অশিক্ষিতদের_দল_তারা_দেশকে_অশিক্ষিত_রাখতে_চায়_সিসোদিয়া
দিল্লির আম আদমি পার্টি সরকারের উপ-মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া বিজেপিকে টার্গেট করে বলেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অশিক্ষিতদের দল এবং তারা দেশকে অশিক্ষিত রাখতে চায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৮, ২০২২ ১৯:০৭ Asia/Dhaka
  • বিজেপি অশিক্ষিতদের দল, তারা দেশকে অশিক্ষিত রাখতে চায় : সিসোদিয়া

দিল্লির আম আদমি পার্টি সরকারের উপ-মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া বিজেপিকে টার্গেট করে বলেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অশিক্ষিতদের দল এবং তারা দেশকে অশিক্ষিত রাখতে চায়।

তিনি বলেন, ‘বিজেপি অন্যান্য রাজ্যের মতো জাতীয় রাজধানীতে সরকারি স্কুলগুলো বন্ধ করার লক্ষ্যে রয়েছে। তাদের শাসিত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের শাসনে ৭২ হাজারের বেশি সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ১২ হাজার বেসরকারি স্কুল খোলা হয়েছে।’    

মণীশ সিসোদিয়ার অভিযোগ, বিজেপি চায় শুধু তাদের বেসরকারি স্কুল টিকে থাকুক, যেখানে গরীবের সন্তান যেতে পারবে না! তিনি বলেন, ২০১৮ সালের সেপ্টেম্বর ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত, এক বছরে, তারা (বিজেপি) মিশন মোডে ৫১ হাজার স্কুল বন্ধ করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি তাদের বিজেপি শাসিত প্রত্যেকটি রাজ্যে একাধিক সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে। বিজেপি বলছে যে সরকারি স্কুল চলতে পারে না এবং বেসরকারি স্কুল খোলা উচিত। দিল্লি শিক্ষার ক্ষেত্রে দেশকে একটি আশ্বাস দিয়েছে যে সরকারি স্কুলগুলো শিশুদের একটি ভাল ভবিষ্যত দিতে পারে। তার অভিযোগ, বিজেপি দুর্নীতির নামে দিল্লির সরকারি স্কুলগুলো বন্ধ করে দিতে চায়।   

সিসোদিয়া বলেন, বিজেপি দিল্লিতে আম আদমি পার্টি (আপ)নেতৃত্বাধীন সরকারকে ভেঙে দিতে আগ্রহী ছিল কারণ তার বাসভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অভিযান চালিয়ে কিছুই পাওয়া যায়নি। এখন দিল্লির সরকারি স্কুলগুলোর ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার।    

‘আমাকে বলুন, ‘সিবিআই’ অভিযানের ১০দিন পরেও কী পাওয়া গেল? কথিত মদ কেলেঙ্কারিতে কিছু বের না হলে তারা (বিজেপি) বলছে স্কুল নির্মাণে নিয়ম লঙ্ঘন হয়েছে। বিজেপির এ সব কথা মিথ্যে, দিল্লির সরকারি স্কুলগুলো অসাধারণ বলেও মন্তব্য করেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মণীশ শিসোদিয়া।        

গত শুক্রবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা দিল্লির মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে সরকারি স্কুলে অতিরিক্ত ঘর তৈরিতে অনিয়ম সংক্রান্ত সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন-২০২০-এর রিপোর্ট নিয়ে কী ব্যবস্থা নেওয়া হল, তা জানতে চেয়েছেন। কিন্তু দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির (আপ) অভিযোগ, টাকা খরচ করে সরকার ফেলতে না পেরে এ বার ‘আপ’  সরকারের শিক্ষা মডেলকে ধ্বংস করতে চাচ্ছে বিজেপি।#  

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।