দিল্লির আইনশৃঙ্খলা রক্ষায় মোদি এবং নাজিব শোচনীয়ভাবে ব্যর্থ: কেজরিওয়াল
(last modified Mon, 06 Jun 2016 12:37:00 GMT )
জুন ০৬, ২০১৬ ১৮:৩৭ Asia/Dhaka
  • দিল্লির  আইনশৃঙ্খলা রক্ষায় মোদি এবং নাজিব শোচনীয়ভাবে ব্যর্থ: কেজরিওয়াল

ভারতের রাজধানী দিল্লিতে ‘সম্পূর্ণ জঙ্গলের রাজত্ব’ চলছে বলে মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

তিনি আরো বলেছেন, লেফটেন্যান্ট গভর্নর এবং প্রধানমন্ত্রী মোদিজি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন। রাজধানী দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গয়ের তীব্র সমালোচনা করে এসব কথা বলেন।

তিনি আজ (সোমবার) টুইটার বার্তায় অভিযোগ করে বলেন, রাজধানী দিল্লির আইনশৃঙ্খলা পরস্থিতি অবনতি নিয়ন্ত্রণে ওরা কী করছেন?’

আম আদমি পার্টির প্রধান তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এভাবে আজ সকালে দিল্লিকে ‘সম্পূর্ণ জঙ্গল রাজ’ ঘোষণা করায় তার ওই টুইটার বার্তাকে বহু মানুষ রিটুইট করেছেন। কেজরিওয়াল আরো বলেন, ‘এলজি সাহেব এবং মোদিজি দয়া করে কিছু করুন। দিল্লিতে এসব কী হচ্ছে?’

কেজরিওয়াল এবিপি নিউজ ওয়েবসাইটের ‘দিল্লিতে মায়ের সঙ্গে দুই মেয়েকে হত্যা’ শীর্ষক খবরকে টুইট করে মোদি সরকারের দুই বছর পূর্তি সম্পর্কে প্রশ্ন তুলে বলেন, ‘এই হল দুই বছরের মোদি রাজ।’ অন্য একটি ঘটনায় দিল্লির মঙ্গোলপুরি এলাকায় ১১ বছরের এক নাবালক চার বছরের এক শিশুকে ধর্ষণের খবর প্রসঙ্গেও ক্ষুব্ধ হয়েছেন কেজরিওয়াল। এসব ঘটনাকে তুলে ধরে দিল্লিকে জঙ্গল রাজ বলে অভিহত করেন তিনি।

আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল অবশ্য এর আগেও টুইটারের মাধ্যমে প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন। গত বছর ডিসেম্বরে তার দফতরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই হানা দেয়ায় ক্ষুব্ধ কেজরিওয়াল সেসময় প্রধানমন্ত্রীকে ‘কাপুরুষ ও বিকারগ্রস্ত’ বলে অভিহিত করেন।

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালু প্রসাদ জামানাকে সাধারণত বিজেপি ‘জঙ্গল রাজ’ বলে অভিযোগ করে থাকে। বর্তমানে আরজেডি-জেডিইউ-কংগ্রেস জোট সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হলে এখনো বিজেপি এবং বিরোধীরা এখানে ‘জঙ্গল রাজ’ চলছে বলে অভিযোগ করে থাকেন। এতে অবশ্য বেজায় চটে যান লালুপ্রসাদ এবং তার শরিকরা। তারা পাল্টা বিজেপি শাসিত গুজরাট, হরিয়ানায় প্যাটেল আন্দোলন, জাঠ আন্দোলনের জেরে আইনশৃঙ্খলার অবনতির কথা তুলে ধরে বলে থাকেন, এগুলো কী ‘মঙ্গল রাজ’র নিদর্শন?

অরবিন্দ কেজরিওয়াল অবশ্য এক্ষেত্রে ব্যতিক্রম। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হলেও কার্যত বুক ঠুকে দিল্লিকেই ‘জঙ্গল রাজ’ বলে অভিহিত করেছেন। কারণ, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কেজরিওয়ালের নেই। পুলিশ প্রশাসন কেন্দ্রীয় সরকার তথা দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের হাতে রয়েছে। কেজরিওয়াল তাই কালবিলম্ব না করে আইনশৃঙ্খলার অবনতি সম্পর্কে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী এবং লেফটেন্যান্ট গভর্নরকে দায়ী করে তীব্র সমালোচনা করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/৬

 

 

ট্যাগ