মাদ্রাসাগুলো কোনো বোর্ডের সঙ্গে নিজেদের অধিভুক্ত করবে না: জমিয়তে উলামায়ে হিন্দের সিদ্ধান্ত
(last modified Mon, 31 Oct 2022 12:47:30 GMT )
অক্টোবর ৩১, ২০২২ ১৮:৪৭ Asia/Dhaka
  • মাদ্রাসাগুলো কোনো বোর্ডের সঙ্গে নিজেদের অধিভুক্ত করবে না: জমিয়তে উলামায়ে হিন্দের সিদ্ধান্ত

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সৈয়েদ আরশাদ মাদানী বলেছেন, পৃথিবীর কোনো বোর্ডই মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য বুঝতে পারে না, তাই মাদ্রাসাগুলোকে কোনো বোর্ডে যোগ দেওয়ার কোনো মানে হয় না।

উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দে আয়োজিত মাদ্রাসা পরিচালকদের সম্মেলন শেষে রোববার বক্তব্য রাখার সময়ে মাওলানা মাদানী ওই মন্তব্য করেন। তিনি বলেন, মাদ্রাসাগুলোর কোনো সরকারি সাহায্যের প্রয়োজন নেই। মাওলানা মাদানী কোনো বোর্ডের সাথে মাদ্রাসার সম্পৃক্ততার বিরোধিতা করেছেন।     

উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে মাদ্রাসাগুলোতে জরিপ চালানোর পর দারুল উলুমসহ বেসরকারি মাদ্রাসাগুলোকে অ-স্বীকৃত ঘোষণা করার পর দারুল উলুম দেওবন্দের এই বড় বক্তব্য প্রকাশ্যে এসেছে। ওই বৈঠকে চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হল- কোনো মাদ্রাসা সরকারি জরিপের বিরোধিতা করবে না। মাদ্রাসাগুলো কোনো বোর্ডের সঙ্গে নিজেদের অধিভুক্ত করবে না। শিশুদের ৫ম শ্রেণী পর্যন্ত স্কুল শিক্ষা মাদ্রাসাগুলোতেই দেওয়া হবে। মাদ্রাসায় পড়ানো ইসলামিক পাঠক্রম পরিবর্তন করা হবে না।    

মাওলানা আরশাদ মাদানী বলেন, ‘১৮৬৬ সালে যখন দারুল উলুমের ভিত্তি স্থাপিত হয় তখন সিদ্ধান্ত হয় যে, আমরা কখনই এটি পরিচালনায় সরকারের কাছ থেকে কোনো সাহায্য নেবো না এবং আজও আমরা একই অবস্থানে দাঁড়িয়ে আছি। দ্বীনি মাদ্রাসার খরচের ভার কওম বহন করে আসছে এবং বহন করতে থাকবে। তাই আমরা সরকারী সাহায্য চাই না। সরকারি সাহায্য ছাড়াই আমরা হিমালয়ের চেয়েও শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকব।’  উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে মাদ্রাসাগুলতে জরিপ চালানো সম্পর্কে তিনি বলেন, ‘মাদ্রাসার দরজা সবার জন্য উন্মুক্ত। যেখানে চাইলেই আসা-যাওয়া করা যায়।’ ‘মাদ্রাসার লোকেরাই দেশকে স্বাধীন করেছে, যারা দেশকে নিঃশর্ত ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয়, আজ মাদ্রাসার ওপরেই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হচ্ছে এবং মাদ্রাসাকে সন্ত্রাসের সঙ্গে যুক্ত করার নিন্দনীয় অপচেষ্টা চলছে’ বলেও মাওলানা সৈয়েদ আরশাদ মাদানী মন্তব্য করেন। #    

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/ ৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ