কোলকাতায় ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র পশ্চিমবঙ্গ শাখার বিক্ষোভ-সমাবেশ
(last modified Thu, 03 Nov 2022 15:09:18 GMT )
নভেম্বর ০৩, ২০২২ ২১:০৯ Asia/Dhaka
  • কোলকাতায় ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র পশ্চিমবঙ্গ শাখার বিক্ষোভ-সমাবেশ

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ‘ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র পক্ষ থেকে ‘দেশ জুড়ে তোলপাড়-বেহাল দশা জীবিকার’ কর্মসূচিকে সামনে রেখে মূল্যবৃদ্ধি হ্রাস ও কর্মসংস্থানের দাবীতে রামলীলা পার্ক (মৌলালী) থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। পরে একটি বিক্ষোভ সমাবেশে সংগঠনের কর্মকর্তারা বক্তব্য রাখেন। 

আজ প্রতিবাদ মিছিলে শামিল হওয়া প্রতিবাদী জনতা ‘মূল্যবৃদ্ধির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে’, ‘সমস্ত বিপিএল পরিবারে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং ভর্তুকিযুক্ত রিফিল সিলিন্ডার দিতে হবে’, ‘দুর্নীতিগ্রস্তদের জেলে ভরো, আন্দোলনরত চাকরি প্রার্থীদের নিয়োগ দাও’, ‘মোদি-মমতার দুঃশাসনে, বেকার যুবক কাঁদছে রাতে’ ইত্যাদি লেখা সম্বলিত পোস্টার প্রদর্শন করেন।

ওয়েলফেয়ার পার্টির পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক সারওয়ার হাসান আজ বলেন, ‘পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের চাকরি চুরি করে নেওয়া হয়েছে, সেই চোরেদের বিরুদ্ধে আজ ওয়েলফায়ার পার্টি কোলকাতার রাজপথে পথে প্রতিবাদে নেমেছে। আমরা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে দাবি জানাতে চাই যে, মূল্য নিয়ন্ত্রণ করার ব্যাপারে এবং একশো দিনের প্রকল্পের কাজ বহু জায়গায় বন্ধ হয়ে গেছে, আমরা দুশো দিনের কাজের দাবি জানাচ্ছি, এই কাজের নূন্যতম মজুরি ৫০০ টাকা করার দাবি জানাচ্ছি।’  

ওয়েলফায়ার পার্টির রাজ্য সভাপতি মনসা সেন বলেন, ‘রাজ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় কোনো সহিংসতা যাতে সৃষ্টি না হয় সেজন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করেছি। আগামীতেও ওই ইস্যুতে আমাদের কর্মসূচি রয়েছে। তিনি আজ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে দলীয় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন।#     

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/ ৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ