যে কাজ দিল্লিতে করেছি আমি গুজরাটেও সেই কাজের প্রতিশ্রুতি দিচ্ছি!
গুজরাটে ‘ডাবল ইঞ্জিন সরকার’কে ক্ষমতায় আনলে সেতু ভেঙে পড়বে : কেজরিওয়াল
ভারতের বিজেপিশাসিত গুজরাটে নির্বাচনী প্রচারের সময়ে আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে নিশানা করে বলেছেন, ‘রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারকে ক্ষমতায় আনলে সেতু ভেঙে পড়বে। নতুন ইঞ্জিন আনলে দুর্দান্ত মোরবি সেতু তৈরি করা হবে।’
ডাবল ইঞ্জিন সরকার অর্থাৎ, কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার। বিজেপির পক্ষ থেকে প্রচারণা চালানোর সময়ে বিশেষভাবে ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজনীয়তার কথা বলা হয়। তাদের দাবি- কেন্দ্র ও রাজ্যে যদি একই বিজেপি সরকার ক্ষমতায় থাকে তাহলে সেই রাজ্যে উন্নয়ন ত্বরান্বিত হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারের সময় মোরবিতে ঝুলন্ত সেতু দুর্ঘটনার প্রসঙ্গ এখন তুঙ্গে। সমস্ত বিরোধী দল ওই বিষয়ে বিজেপিকে আক্রমণ করছে।
আজ (রোববার) গুজরাটের রাজকোটে রোডশো চলাকালীন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও মোরবিতে ঝুলন্ত সেতু দুর্ঘটনা এবং এতে প্রাণহানির বিষয়ে বিজেপিকে নিশানা করেছেন। সম্প্রতি ওই সেতু দুর্ঘটনায় কমপক্ষে ১৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ বলেন, ‘মোরবিতে নিহতদের মধ্যে ৫৫ জনই শিশু, কিন্তু কেন এফআইআর-এ সেতু রক্ষণাবেক্ষণকারী কোম্পানি এবং তাদের মালিকের নাম নথিভুক্ত করা হয়নি? আসলে, সেই লোকেদের সাথে কিছু সম্পর্ক রয়েছে যার ফলে তাদের রক্ষা করা হচ্ছে।’
কেজরিওয়াল বলেন, ‘আমি মিথ্যা প্রতিশ্রুতি দিই না, আমি বলব না যে আমি আপনাকে ১৫ লাখ টাকা দেবো। আমি দিতে পারব না, তবে আমি যে কাজ দিল্লিতে করেছি আমি গুজরাটেও সেই কাজের প্রতিশ্রুতি দিচ্ছি।’
হিমাচল প্রদেশের পাশাপাশি গুজরাটে, বিজেপি তার সমস্ত নির্বাচনী সভায় ‘ডাবল ইঞ্জিন সরকার’-এর নামে ভোট চাচ্ছে। অন্যদিকে, বিজেপির এই ‘ডাবল ইঞ্জিন মডেল’কে আক্রমণ করছে আম আদমি পার্টি। গুজরাটের বিজেপি সরকারের বিরুদ্ধে মোরবির ঘটনায় চারদিক থেকে সমালোচনার ঝড় উঠেছে। ওই বিষয়ে পুলিশের তদন্ত নিয়েও প্রশ্ন উঠছে কারণ এখনও পর্যন্ত পুলিশ ও স্থানীয় প্রশাসন সেতু রক্ষণাবেক্ষণকারী ওরেভা কোম্পানির বড় মুখগুলোর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। #
এমএএইচ