ডিসেম্বর ০১, ২০২২ ১৮:৫৫ Asia/Dhaka
  • গুজরাটে পানির সমস্যা, আদিবাসীদের ওপর অত্যাচার বেড়েছে ১৭ শতাংশ: মল্লিকার্জুন খাড়গে

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপিকে নিশানা করে বলেছেন, গুজরাটে পানির সমস্যা রয়েছে, আদিবাসীদের ওপর অত্যাচার বেড়েছে ১৭ শতাংশ।

তিনি আজ (বৃহস্পতিবার) গুজরাটের ঝালোদে দলীয় সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন,  ‘এটি  গুজরাটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, সেখানে ২৭ বছর ধরে বিজেপির সরকার রয়েছে এবং মোদী ৮/৯ বছর ধরে কেন্দ্রে প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন। এত বছর ধরে শাসন ক্ষমতায় থাকার পরেও এখানে পানির ঘাটতি কেন? আদিবাসীদের ওপর অন্যায় ও অত্যাচার বাড়ছে কেন?  গত ২/৩ বছরে আদিবাসীদের ওপর অত্যাচার বেড়েছে ১৭ শতাংশ। যখন রাজ্যে ও কেন্দ্রে তাদের সরকার আছে তখন কেন এমন হচ্ছে? কারণ, তারা দলিত ও আদিবাসীদের  সমস্যার সমাধান চায় না, তারা শুধু বড় বড় শিল্পপতিদের দিকে তাকিয়ে থাকে, ধনীদের সম্পদ প্রতিদিন বাড়ছে কিন্তু গরীবরা আরও গরীব হচ্ছে।’ 

আজ কংগ্রেসের সিনিয়র নেতা ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট তার বক্তব্যে বলেন, আপনারা ভালো করেই জানেন গুজরাটের বিজেপি সরকারের ২৭ বছরে রাজ্যের মানুষ কীভাবে ভুগছে,  এবার আমাদের সুযোগ দিন। আপনারাই বলুন, প্রধানমন্ত্রী মোদীর এখানে আসার কী দরকার? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তিনি বলেন, আপনি যখন এত বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তাহলে এখানে এসে আবেগের তাস খেলছেন কেন?  কেউ বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুললে  ‘ইডি’ এবং ‘আয়কর দফতর’ তার বিরুদ্ধে অভিযান চালায় বলেও মন্তব্য করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।  

 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ