আমাদের সেনাবাহিনী সাহসী কিন্তু মোদী সরকার চীন ইস্যুতে দুর্বল: ওয়াইসি
(last modified Tue, 20 Dec 2022 03:29:42 GMT )
ডিসেম্বর ২০, ২০২২ ০৯:২৯ Asia/Dhaka
  • ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি
    ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি

ভারতের মজলিশ-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি তাওয়াংয়ে ভারত ও চীনা সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে বলেছেন, আমাদের সেনাবাহিনী যত শক্তিশালী, সরকার তত দুর্বল। 

তিনি গতকাল (সোমবার) বলেন, ‘মোদী সরকার স্বচ্ছ নয় এবং তারা অর্ধেক সত্য কথা বলে। সরকার কেন সংসদে এ বিষয়ে বিতর্ক করছে না? চীনের সাথে আমাদের বাণিজ্য ভারসাম্যহীনতার জন্য সরকার কী করছে? সরকার চীনের নামই উল্লেখ করছে না!’        

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে ‘মিম’ প্রধান আসাদউদ্দিন ওয়াইসি আরও বলেন, ‘আমাদের এলাকায় কেউ আসেনি বলে প্রধানমন্ত্রী দেশকে বিভ্রান্ত করেছেন। যেখানে স্যাটেলাইট ছবি রয়েছে যা দেখায় যে চীনা সেনারা ডেপসাং এবং ডেমচক দখল করেছে। তারা আমাদের জমি দখল করতে থাকবে তবুও তাদের সাথে বাণিজ্য ভারসাম্যহীনতা অব্যাহত থাকবে? প্রধানমন্ত্রী কেন চীনকে লাল চোখ আর ৫৬ ইঞ্চি বুক দেখাচ্ছেন না?’

ওয়াইসি বলেন, 'সরকারের উচিত সর্বদলীয় বৈঠক ডাকা বা সংসদে বিতর্ক করা এবং চীনের বিষয়ে তারা কী সিদ্ধান্ত নিয়েছে তা বলা উচিত। সরকার রাজনৈতিক নেতৃত্ব দেখালে গোটা দেশ তাদের সমর্থন করবে। সেনাবাহিনী খুবই শক্তিশালী কিন্তু সরকার খুবই দুর্বল এবং চীনকে ভয় পায়।’   

মল্লিকার্জুন খাড়গে

অন্যদিকে, কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ওই ইস্যুতে বলেছেন, ‘আমরা চীনের আগ্রাসন নিয়ে আলোচনা চাই কিন্তু সরকার আলোচনার জন্য প্রস্তুত নয়। তারা বাইরে সিংহের মতো কথা বলে কিন্তু বাস্তবে ইঁদুরের মতো হাঁটে। আমরা দেশের সঙ্গে আছি কিন্তু সরকার তথ্য গোপন করছে বলেও মন্তব্য করেন খাড়গে।#   

পার্সটুডে/এমএএইচ/এমএআর/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

ট্যাগ