আমি ইসলামের ঐতিহ্যের সামান্য অংশও হারাতে প্রস্তুত নই: ওয়াইসি 
https://parstoday.ir/bn/news/india-i118388-আমি_ইসলামের_ঐতিহ্যের_সামান্য_অংশও_হারাতে_প্রস্তুত_নই_ওয়াইসি
ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, আমি একজন মুসলিম। আমি গর্বিত এজন্য যে. ইসলামের ১৩০০ বছরের গৌরবময় ঐতিহ্যই আমার ঐতিহ্য। 
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
জানুয়ারি ১৩, ২০২৩ ১৬:৩০ Asia/Dhaka
  • বক্তব্য রাখেন ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি
    বক্তব্য রাখেন ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি

ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, আমি একজন মুসলিম। আমি গর্বিত এজন্য যে. ইসলামের ১৩০০ বছরের গৌরবময় ঐতিহ্যই আমার ঐতিহ্য। 

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় হায়দরাবাদে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি ওই মন্তব্য করেন। উগ্র হিন্দুত্ববাদী ‘আরএসএস’ প্রধান মোহন ভাগবতকে নিশানা করে ওয়াইসি বলেন, আপনি (মোহন ভাগবত) দেশের স্বাধীনতার জন্য কিছুই করেননি। করেছেন মাওলানা আবুল কালাম আজাদ।    

ওয়াইসি বলেন, ‘এ দেশ যদি কারো হয় তাহলে তা আদিবাসীদের। আমি বিজেপিকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কতক্ষণ আপনাদের বক্তব্যে 'মজলিস'-এর উল্লেখ করতে থাকবেন?’ তিনি বলেন, বিজেপি এবং ‘আরএসএস’ ইতোমধ্যে তাদের নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে।  

ওয়াইসি বলেন, ‘আমি ইসলামের ঐতিহ্যের সামান্য অংশও হারাতে প্রস্তুত নই। ইসলামের শিক্ষা ও ইতিহাস, এর শিল্পকলা, চিঠিপত্র ও সভ্যতা আমার সম্পদ ও সৌভাগ্য। তাদের রক্ষা করা আমার দায়িত্ব।’  

তিনি বলেন, ‘ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আমার বিশেষ আগ্রহ রয়েছে। এটা আমাকে গাইড করে এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আমি একজন ভারতীয় হিসেবে গর্বিত। আমি একটি অনিবার্য ঐক্যের অংশ, যা ভারতীয় জাতীয়তা। আমি এই মহান ইমারতের একটি অপরিহার্য অংশ।’

ওয়াইসি আরও বলেন, ‘যেভাবে গঙ্গা ও যমুনা বিভিন্ন স্থান থেকে উৎপন্ন হয় কিন্তু তারা এক বিন্দুতে মিলিত হয় যাকে বলা হয় 'সঙ্গম', এটাই প্রকৃতির নিয়ম। পুরো ১১ শতাব্দী পেরিয়ে গেছে,  ভারতের মাটিতে ইসলামের ততটাই বড় দাবি যতটা হিন্দু ধর্মের’ বলেও মন্তব্য করেন ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি। #

পার্সটুডে/এমএএইচ/এমএআর/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।