মমতার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নিয়ে অমর্ত্য সেনের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/india-i118486-মমতার_প্রধানমন্ত্রী_হওয়ার_যোগ্যতা_নিয়ে_অমর্ত্য_সেনের_মন্তব্যে_মিশ্র_প্রতিক্রিয়া
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে বলে যে মন্তব্য করেছেন তা নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৫, ২০২৩ ১৬:২৭ Asia/Dhaka
  • মমতার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নিয়ে অমর্ত্য সেনের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে বলে যে মন্তব্য করেছেন তা নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

গতকাল (শনিবার) একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে  অমর্ত্য সেন  বলেন, ‘বিজেপিকে যতটা শক্তিশালী মনে হয়, আসলে তা নয়। বিজেপি বিরোধী দলগুলো একজোট হলে অন্যরকম ফল হতে পারে।’ 

এক প্রশ্নের উত্তরে অমর্ত্য সেন বলেন, ‘কংগ্রেস এখন আগের তুলনায় দুর্বল। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।’ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মমতার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই এমনটা একেবারেই নয়।আমার মনে হয় মমতা ভীষণভাবে যোগ্য।’একইসঙ্গে অমর্ত্যর বক্তব্য, ‘বিজেপির বিরুদ্ধে যে জনরোষ তৈরি হয়েছে, মমতা তাকে কাজে লাগিয়ে সবাইকে একত্র করতে পারবেন কী না তা আমি জানি না।’   

এ প্রসঙ্গে আজ (রোববার) তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপি বলেন, ‘আমাদের গর্ব, দেশের গর্ব, বাংলার গর্ব, নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন যথার্থ উপলব্ধির মধ্য দিয়ে গতকাল যেকথা বলেছেন সেটা ভারতবর্ষের মনের কথা। ভারতবর্ষের মানুষ এটা উপলব্ধি করছে যে, ভারতবর্ষের মানুষকে বিজেপির একনায়কতন্ত্রে চালানোর যে চেষ্টা চলছে তার হাত থেকে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক স্বাধীনতা দিতে গেলে যদি কারো মুখ আনতে হয় সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। সেটাই উপলব্ধি করে তিনি একথা বলেছেন।’

রাজ্যের সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘অমর্ত্য সেন ঠিকই বলেছেন।  মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারেন, একথা বলার পাশাপাশি বিজেপি বিরোধী শক্তিগুলোকে তিনি একজোট করতে পারবেন কী না, সেই প্রশ্নও তুলেছেন অমর্ত্য সেন। আমরা বলছি বিজেপির হয়েই বিরোধী জোটকে ভেস্তে দেবেন মমতা।’  

অন্যদিকে, রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেছেন, ‘অমর্ত্য সেন একজন বিদ্বান মানুষ। নোবেল জয়ী অর্থনীতিবিদ। তার রাজনৈতিক মতামত প্রত্যেকের জানা আছে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি অতীতে কী মন্তব্য করেছেন সেটাও মানুষের জানা। গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের মতামত দেওয়ার অধিকার আছে। তিনি তার মতামত দিয়েছেন। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি কোনও প্যারাট্রুপার নন, তিনি ভবিষ্যৎটা জানেন। ২০২৪ সালের ১৫ আগস্ট দিল্লির লালকেল্লা থেকে জাতিকে সম্বোধন করবেন।’অমর্ত্য সেন তার জীবদ্দশায় কোনোদিনই তিনি বিজেপি মুক্ত ভারতকে দেখতে পাবেন না বলেও মন্তব্য করেছেন রাজ্য বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য।           

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ঘোষিত বিজেপি বিরোধী।২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর একাধিকবার উগ্র জাতীয়তাবাদের বিপদ সম্পর্কে সতর্ক করেছেন তিনি।বিজেপির একনাগাড়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে অমর্ত্য সেনকে।#    

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।