‘আইএসএফ’ বিধায়ক নওশাদ সিদ্দিকি, হাইকোর্টে জামিনের শুনানি আগামীকাল 
(last modified Tue, 28 Feb 2023 15:24:05 GMT )
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ২১:২৪ Asia/Dhaka
  • বিধায়ক নওশাদ সিদ্দিকি
    বিধায়ক নওশাদ সিদ্দিকি

ভারতের পশ্চিমবঙ্গের ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ‘আইএসএফ’ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আজ (মঙ্গলবার) তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে বিচারপতি তাকে ১৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

বিধায়ক নওশাদ সিদ্দিকির আইনজীবী নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানার মামলায় আজ জামিনের আবেদন করেননি। আগামীকাল (বুধবার) কোলকাতা হাইকোর্টে নওশাদের জামিনের আবেদনের শুনানি  রয়েছে।  
১০ দিনের জেল হেফাজত শেষে আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় ভাঙড়ের বিধায়ক ও ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকিকে। আজ (মঙ্গলবার)  আদালতে ঢোকার আগে গণমাধ্যমের উদ্দেশ্যে বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, ‘আমি  আশা করেছিলাম স্পিকার স্যার আমার হয়ে কোনো কথা বলবেন। তিনি কী বলেছেন জানি না। আশা করছি তিনি আগামীদিনে কিছু কথা বলবেন। আমি আইনের পথেই হাঁটবো। আমার পাশে বাংলার অগণিত মানুষ আছে।’ এর পাশাপাশি তিনি রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের উদ্দেশ্যে বলেন, ‘হয়তো ভাবছে পঞ্চায়েত নির্বাচনে আমাকে আটকে রেখে কিছু করতে পারবে। কিন্তু ‘আইএসএফ’ মানুষের মনে ঢুকে গেছে’ বলে মন্তব্য করেন।  
গত ২১ জানুয়ারি কোলকাতার ধর্মতলায় ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ‘আইএসএফ’-এর প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরে প্রতিবাদ বিক্ষোভের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আইএসএফ কর্মী-সমর্থকদের। ওই ঘটনাকে কেন্দ্র করে আইএসএফ বিধায়ক নওশাদসহ বহু সমর্থককে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে নওশাদ সিদ্দিকি এবং আইএসফের ওই কর্মী-সমর্থকেরা এখনও বন্দি রয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।         

ট্যাগ