রেডিও তেহরান বাংলা'র ৪১তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ কুইজ প্রতিযোগিতা
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বাংলা বিভাগের (রেডিও তেহরান বাংলা) ৪১তম বর্ষপূর্তি উপলক্ষে ভারতের ছত্তিশগড়ের ভিলাইয়ের 'পরিবার বন্ধু শর্টওয়েভ শ্রোতা সংঘ' একটি বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।
কুইজের প্রশ্নাবলি:
১. রেডিও তেহরান বাংলা বিভাগের প্রথম পরিচালক কে ছিলেন?
২. রেডিও তেহরান বাংলা বিভাগ প্রথম কত সালের কোন তারিখে অনুষ্ঠান প্রচার শুরু হয়?
৩. রেডিও তেহরান বাংলা বিভাগের বর্তমান পরিচালকের নাম কি?
নিয়মাবলি:
১. ১৫ এপ্রিলের মধ্যে উত্তর পৌঁছাতে হবে। উত্তরপত্রের সাথে প্রতিযোগীর পুরো নাম- ঠিকানা এবং মোবাইল নম্বর ইংরেজিতে লিখতে হবে। সেইসাথে ক্লাব সদস্য নম্বরসহ উল্লেখ করতে হবে।
২. একজন ব্যক্তি একটি ইমেল থেকে উত্তর পাঠাতে পারেন।
৩. উত্তর পাঠানোর ঠিকানা: [email protected]
পুরস্কার:
লটারির মাধ্যমে বিজয়ী ১০ জনকে নিম্নলিখিত পুরস্কারগুলোর যেকোনও একটি দেওয়া হবে। ক) রেডিও খ) টি-শার্ট গ) ক্যাপ ঘ) ৫) হাত ঘড়ি। সেইসাথে প্রত্যেক বিজয়ীকে সার্টিফিকেট দেওয়া হবে।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৭