দিল্লির মুখ্যমন্ত্রীকে ২৫ হাজার টাকা জরিমানা, তীব্র প্রতিক্রিয়া কেজরিওয়ালের
https://parstoday.ir/bn/news/india-i121350-দিল্লির_মুখ্যমন্ত্রীকে_২৫_হাজার_টাকা_জরিমানা_তীব্র_প্রতিক্রিয়া_কেজরিওয়ালের
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে মামলায় গুজরাট হাই কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ৩১, ২০২৩ ১৯:৪১ Asia/Dhaka
  • দিল্লির মুখ্যমন্ত্রীকে ২৫ হাজার টাকা জরিমানা, তীব্র প্রতিক্রিয়া কেজরিওয়ালের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে মামলায় গুজরাট হাই কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।

আদালত বলেছে এই তথ্যের প্রয়োজন নেই। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জরিমানার টাকা গুজরাট রাজ্য আইনি পরিসেবা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। প্রধানমন্ত্রীর ডিগ্রির শংসাপত্রের বিস্তারিত তথ্য চাওয়ার জন্য আজ (শুক্রবার) এভাবেই ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।   

আজ (শুক্রবার) গুজরাট হাইকোর্ট মুখ্য তথ্য কমিশন (সিআইসি)-এর নির্দেশকে খারিজ করে দিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল  সিআইসির কাছে মোদীর বিএ এবং এমএ পাশের শংসাপত্র দেখতে চেয়ে আবেদন করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে মুখ্য তথ্য কমিশন প্রধানমন্ত্রীর দফতর (পিএমও), দিল্লি বিশ্ববিদ্যালয় এবং গুজরাট বিশ্ববিদ্যালয়কে সেই শংসাপত্র দেখানোর নির্দেশ  দিয়েছিল। তার বিরুদ্ধে আদালতে গিয়েছিল গুজরাট বিশ্ববিদ্যালয়।

আদালতের রায়ের কথা শুনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘দেশের মানুষের কী জানার অধিকার নেই আমাদের প্রধানমন্ত্রী কতটা শিক্ষিত? ওরা আদালতে ডিগ্রি দেখাতে এত আপত্তি করছেন কেন? যে ব্যক্তি ডিগ্রি দেখতে চাইলেন, তাকেই জরিমানা করা হল? কী হচ্ছে এ সব! একজন অশিক্ষিত বা স্বল্পশিক্ষিত  প্রধানমন্ত্রী দেশের জন্য বিপজ্জনক’ বলেও কটাক্ষ করেছেন অরবিন্দ কেজরিওয়াল।  

প্রসঙ্গত, নির্বাচনী হলফনামায় নরেন্দ্র মোদী জানিয়েছেন, তিনি ১৯৭৮ সালে গুজরাট  বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং ১৯৮৩ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/৩১ 

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।