দেশ ও গণতন্ত্রের ওপর হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব: রাহুল গান্ধী
ভারতের প্রধানবিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, দেশ ও গণতন্ত্রের ওপর হামলার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব। তিনি আজ (বুধবার) ওই মন্তব্য করেন।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটের একটি পদক্ষেপ হিসেবে আজ (বুধবার) বিহারের মুখ্যমন্ত্রী ও ‘জেডিইউ’ নেতা নীতীশ কুমার দিল্লিতে কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সাথে বৈঠক করেছেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীও। এছাড়া ‘আরজেডি’ নেতা ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ‘জেডিইউ’ সভাপতি লালন সিংয়ের সঙ্গে মনোজ ঝাও উপস্থিত ছিলেন।
বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘বিরোধীদের একত্রিত করার জন্য এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। আমরা বিরোধী দলগুলোর ভিশন গড়ে তুলব এবং এগিয়ে যাব। আমরা সবাই মিলে দেশের পক্ষে দাঁড়াব।’
তিনি বলেন, ‘বিরোধী দলকে একত্রিত করার একটি প্রক্রিয়া রয়েছে এবং আমরা দেশের জন্য তাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে তা বিকশিত করব। যে দলই আমাদের সঙ্গে চলবে, আমরা তাদের সঙ্গে নিয়েই আদর্শের লড়াইয়ে লড়ব। দেশ ও গণতন্ত্রের ওপর হামলার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব।’
কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আমাদের ঐতিহাসিক বৈঠক হয়েছে। আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি সব দলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এটা আমাদের সিদ্ধান্ত। তারা সমমনা দলগুলোর সঙ্গে যোগাযোগ করব।’
বিহারের মুখ্যমন্ত্রী ও ‘জেডিইউ’ নেতা নীতীশ কুমার বলেছেন, ‘আমরা বেশি বেশি করে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পৌঁছাব এবং তাদের একত্রিত করার চেষ্টা করব। সকলের সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে’ বলেও মন্তব্য করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
গত ফেব্রুয়ারিতে, নীতীশ কুমার জোর দিয়ে বলেছিলেন, কংগ্রেসসহ সমস্ত বিরোধী দল যদি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করে তাহলে বিজেপি ১০০ আসনেরও কম আসনে সীমাবদ্ধ থাকবে।
গত বছর সেপ্টেম্বরেও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দিল্লি গিয়েছিলেন। সেময়ে তিনি শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, ডি রাজা, সীতারাম ইয়েচুরি এবং অখিলেশ যাদবের মতো বিরোধী নেতাদের সাথে দেখা করে বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করার চেষ্টায় ছিলেন। বিহারে বর্তমানে জেডি(ইউ), আরজেডি, কংগ্রেস এবং বামফ্রন্ট সমন্বিত সরকার ক্ষমতায় রয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এমএআর/১২