দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করল সিবিআই, তীব্র প্রতিক্রিয়া ‘আম আদমি পার্টি’র
https://parstoday.ir/bn/news/india-i121940-দিল্লির_মুখ্যমন্ত্রীকে_তলব_করল_সিবিআই_তীব্র_প্রতিক্রিয়া_আম_আদমি_পার্টি’র
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’। আগামী (রোববার) তাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ১৪, ২০২৩ ১৯:০৭ Asia/Dhaka
  • অরবিন্দ কেজরিওয়াল
    অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’। আগামী (রোববার) তাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নয়া আবগারি নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সিবিআই ইতোমধ্যেই নয়া আবগারি নীতি মামলায় দিল্লির সাবেক উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে। গত ২৬ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে সিবিআই। আম আদমি পার্টি এই বিষয়ে একনাগাড়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে চলেছে। এবার খোদ মুখ্যমন্ত্রীকে সিবিআই তলব করল।

সিবিআই-এর সমন আসার পরেই আজ (শুক্রবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং বলেন, ‘অত্যাচারের অবসান অবশ্যই হবে। সিবিআই কর্তৃক অরবিন্দ কেজরিওয়ালকে তলব করার বিষয়ে আমি সন্ধ্যা ৬টায় একটি সংবাদ সম্মেলন করব।’  

এরপর আজ সন্ধ্যায় সংবাদ আম আদমি পার্টির নেতা সম্মেলনে সঞ্জয় সিং প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, ‘আমি আপনাকে বলতে চাই, প্রধানমন্ত্রীজি আপনার সরকার এবং আপনি আপাদমস্তক দুর্নীতিতে ডুবে আছেন। অরবিন্দ কেজরিওয়ালের লড়াই সিবিআইয়ের সমন পাঠানোয় থামবে না। দেশের সামনে আপনাদের কালো অধ্যায় উন্মোচন করার কাজ অরবিন্দ কেজরিওয়াল দিল্লি বিধানসভায় যেভাবে করেছেন তা অব্যাহত থাকবে, বন্ধ হবে না। সারা দেশে এই অভিযান জারি থাকবে। ১৬ তারিখে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার, তাকে জেলে পাঠানোর যে ষড়যন্ত্র রচিত হয়েছে সেজন্য অরবিন্দ কেজরিওয়ালের কণ্ঠ বন্ধ হবে না।’

আজই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতার ইস্যুতে পরোক্ষভাবে বিজেপির সমালোচনা করেন। তিনি বলেন, ‘অনেক দেশবিরোধী শক্তি দেশকে এগোতে দিতে চায় না। তারা চায় না গরীবের সন্তানরা সুশিক্ষা লাভ করুক। যারা দেশের উন্নতি চায় না তারা কারা? সেই সব লোক মিলে মণীশ সিসোদিয়াকে জেলে পাঠিয়েছে।’  

অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন,  ‘যারা মনীশ সিসোদিয়াকে জেলে পাঠিয়েছে তারা দেশের শত্রু। ইতিহাস সাক্ষী যে ব্যক্তি শিক্ষা বিস্তারের চেষ্টা করেছিল, ইতিহাসে স্বৈরশাসক তাকে তুলে নিয়ে জেলে পাঠিয়েছে।’  

আবগারী দুর্নীতির অভিযোগ মামলায় দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া তিহার জেলে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। সিবিআইয়ের পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও (ইডি) আবগারী নীতি মামলার তদন্ত করছে।#   

পার্সটুডে/এমএএইচ/এমএআর/১৪