তৃণমূল কোনও রাজনৈতিক পার্টি নয়, তাদের বেশিরভাগই দাগী: দিলীপ ঘোষ
(last modified Mon, 01 May 2023 11:40:20 GMT )
মে ০১, ২০২৩ ১৭:৪০ Asia/Dhaka
  • তৃণমূল কোনও রাজনৈতিক পার্টি নয়, তাদের বেশিরভাগই দাগী: দিলীপ ঘোষ

বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সম্পর্কে কটাক্ষ করে বলেছেন, তৃণমূল কোনও রাজনৈতিক পার্টি নয়, কিছু লোক এক জায়গায় হয়েছে, তাদের বেশিরভাগই দাগী লোক।

তিনি আজ (সোমবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘(তৃণমূল নেত্রী) মমতা ব্যানার্জী একসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তার সঙ্গে অনেক লোক এসেছিলেন বিভিন্ন পার্টি থেকে। তারা আজকে এখানে গৌন হয়ে গেছেন। তারা সবাই হতাশায় ভুগছেন। সিনিয়ার লিডারেদের কথা শুনুন, সবাই হতাশায় ভুগছেন। কিন্তু করবেন কী, ওখানেই থাকতে হবে। যত সমাজবিরোধী বা এ ধরনের ফালতু লোক তারাই নেতা। কারণ, তারাই টাকা তুলে দিচ্ছে। টাকাই শেষ কথা। পুলিশ আর গুণ্ডা ছাড়া ওই পার্টিটা চলবে না। সেজন্য কোনও ভদ্রলোক ওখানে থাকতে পারবেন না। এই গুণ্ডারা এখন ধীরে ধীরে হাতের বাইরে চলে যাচ্ছে। কারণ, তারা বলছে, আমরা টাকা তুলে দিচ্ছি কিন্তু নির্বাচনে অন্য কেউ টিকিট পাবে অন্য কেউ নেতা হবে এটা হতে পারে না। তারা এখন তাদের শক্তি দেখাচ্ছে’ বলেও মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি। 

রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল ২৪০টি আসন পাবে বলে দাবি করেছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। তার সেই দাবিকে কার্যত  উড়িয়ে দিয়ে বিজেপির সিনিয়র নেতা দিলীপ ঘোষ আজ বলেন, ‘আগে লোকসভা-পঞ্চায়েত নির্বাচন পার করুন, তারপর বিধানসভা। ততদিন পার্টি থাকবে কি না, ততদিন সরকার থাকবে কি না সেটা তো সন্দেহের বিষয়। যেভাবে পার্টি চলছে। পঞ্চায়েত নির্বাচন করতে পারছে না সাহস করে। তারপরে পার্লামেন্ট নির্বাচন পার হতে হবে। গতবারে অনেক পার্টি উঠে গেছে, ওনাদের এক ডজন সিট কমে গেছে। এবার যদি আরও এক ডজন কমে যায় তাহলে পার্টিটা কোথায় থাকবে?’    

প্রসঙ্গত, গতকাল (রোববার) উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় ঘুরে জনসংযোগ করেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। চোপড়ার জনসভা থেকে অভিষেক বলেন, ‘তৃণমূলকে হারানো, হটিয়ে দেওয়া অত সহজ নয়। জনসমর্থন আরও বাড়ছে, বাড়বে। ২০১১ সালে ১৮৪ টি আসন পেয়েছিল তৃণমূল। ২০১৬ সালে ২১১ আর ২০২১ সালে ২১৩ আসনে জিতেছে। ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল ২৪০ আসন পাবে বলে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। তার সেই দাবিকে উড়িয়ে দিয়েছেন বিজেপির সিনিয়র নেতা দিলীপ ঘোষ এমপি।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১