উত্তরাখণ্ডের হরিদ্বারে জেলা প্রশাসনের পক্ষ থেকে গুঁড়িয়ে দেওয়া হল মাজার
-
মাজার গুড়িয়ে দেওয়া হচ্ছে
ভারতে বিজেপিশাসিত উত্তরাখণ্ডের হরিদ্বারে মাজার গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে ওই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেচ দফতরের জমিতে বেআইনিভাবে মাজার তৈরি হয়েছিল বলে অভিযোগ।
হরিদ্বার কোতোয়ালি এলাকার রঘুনাথ মলের সামনে সেচ দফতরের জমিতে নির্মিত মাজার উচ্ছেদ করেছে হরিদ্বার জেলা প্রশাসন। ওই পদক্ষেপ চলাকালীন, ঘটনাস্থলে এসডিএম পুরন সিং রানা এবং সিও নিহারিকা সেমওয়াল পুলিশ বাহিনীসহ উপস্থিত ছিলেন। এ সম্পর্কে এসডিএম পুরন সিং রানা বলেন, গোটা জেলায় সরকারি সম্পত্তিতে যা কিছু দখল করা হয়েছে তা মুখ্যমন্ত্রী ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে অপসারণ করা হচ্ছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় সরকারি জমি অবৈধভাবে দখল করে নির্মিত মাজারটি পরিদর্শন করা হয়েছে। সেখানে উপস্থিত মৌলভীসহ অন্যদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে বলা হয়, এটি সরকারি সম্পত্তি। আপনারা এখান থেকে এটা সরান। এক কর্মকর্তা বলেন, মাজার সংশ্লিষ্ট যা কিছু জিনিসপত্র, কুরআন এবং ধর্মীয় গুরুত্বের অন্যান্য জিনিসপত্র ছিল, তা মৌলভীকে হস্তান্তর করা হয়েছে। তাদের সহযোগিতায় মাজারটি অপসারণ করা হয়।
এসডিএম পুরন সিং বলেন, লোকজনকে স্পষ্টভাবে বলা হয়েছে যে আসা যাওয়ার রাস্তা বা সরকারি সম্পত্তি যাই হোক না কেন অনুমতি ছাড়া কোনও কাঠামো তৈরি করবেন না।
অন্যদিকে, এই পদক্ষেপ সম্পর্কে বনমন্ত্রী সুবোধ ইউনিয়াল বলেন, বন বিভাগের ওপর অবৈধ নির্মাণ যে ধর্মেরই হোক, তা ভেঙে ফেলা হবে। তিনি বলেন, উত্তরাখণ্ডে বন দফতরের জমিতে ৩৩৫টি অবৈধ নির্মাণ শনাক্ত করা হয়েছে, যেখানে মাজার, মন্দির, গুরুদ্বার রয়েছে, তা আমরা তদন্ত করছি। ১৯৮০ সালের পর যা কিছু নির্মাণ করা হয়েছে তা ভেঙে ফেলতে হবে।
পার্সটুডে/এমএএইচ/এসএ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।