ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর 'হিন্দু রাষ্ট্র' নিয়ে নীতীশ কুমারের জবাব- এটা সম্ভব নয়
ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বাগেশ্বর ধাম প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ‘হিন্দু রাষ্ট্র’ গঠন সংক্রান্ত মন্তব্যের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটা সম্ভব নয়।তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, কীভাবে কেউ এসব কথা বলেন! দেশের নাম পরিবর্তন করবেন নাকি!
গত (মঙ্গলবার) বিহারের পাটনার নৌবতপুরে তারেত মঠে হনুমন্ত কথা চলাকালীন ভক্তদের উত্সাহ দেখে বাগেশ্বর ধাম প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেন, ‘হিন্দু রাষ্ট্রের জন্য তার সংকল্প বিহার থেকে পূর্ণ হচ্ছে বলে মনে হচ্ছে।’ তিনি বলেন, ‘বিহারের জনসংখ্যা প্রায় ১২ থেকে ১৩ কোটি। মাত্র ৫ কোটি মানুষ যদি কপালে তিলক নিয়ে ঘরে ঘরে ধর্মীয় পতাকা লাগায় তাহলেই ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাবে।’
ধীরেন্দ্র শাস্ত্রী আরও বলেন, ‘আপনার বাড়ির বাইরে যদি ধর্মীয় পতাকা থাকে তবে (ভগবান) হনুমানজি স্বয়ং আপনাকে রক্ষা করবেন। নিজেদের সংস্কৃতি বাঁচাতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি আমার জীবন বাজি রেখে আপনাদের জাগাতে এসেছি।যতক্ষণ না আপনারা জাগবেন, আমি আপনাদেরকে জাগাতে থাকব।’ তিনি বলেন, ‘প্রত্যেক সনাতনীর উচিত রামচরিতমানসের পাঠ, মাথায় তিলক এবং বাড়ির বাইরে পতাকা লাগানো।’
এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রশ্নবিদ্ধ সুরে বলেন, ‘এটা কখনো কী সম্ভব? কেউ কী এটা করতে পারেন? আমরা আশ্চর্য হই কীভাবে কেউ এমন কথা বলতে পারে! কোনো বিরোধ থাকা উচিত নয়। প্রত্যেকেরই নিজস্ব উপায়ে উপাসনা করার অধিকার রয়েছে। ধর্মের মধ্যে কারো হস্তক্ষেপ করা উচিত নয়। সকল ধর্মের অনুসারী মানুষ সম্মানিত। কোনো বাধা নেই। নীতীশ স্পষ্ট বলেন, দেশের সংবিধান লঙ্ঘন করা উচিত নয়।’ এদিকে, কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি বলেছেন, আমি এই ‘বাবা’কে বলতে চাই যে, তিনি তার মঞ্চে ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিন। যেরকম আনসারি সর্বত্র বজরংবলীর ধ্বনি দেয়। আপনি একটি নির্দিষ্ট দলকে সমর্থন করছেন, প্রচার করছেন। এটা ঠিক নয়। সত্যিকারের ‘বাবা’ হয়ে থাকলে তার উচিত সব ধর্মকে সম্মান করা।’
অন্যদিকে, বাবা বাগেশ্বরকে কড়া আক্রমণ করেছে ‘আরজেডি’। বিহারে আরজেডির রাজ্য সভাপতি জগদানন্দ সিং বলেন, সংবিধানের বিরুদ্ধে কথা বলা ব্যক্তিকে আমি ‘দেশের শত্রু’ মনে করি। আমি তাকে বাবা হিসাবে দেখি না, তিনি বিঘটনকারী। ধীরেন্দ্র শাস্ত্রীর সভায় লোকজনের ভিড় প্রসঙ্গে জগদানন্দ সিং বলেন, মাদারিরাও গ্রামে ডুগডুগি বাজিয়ে ভিড় জমায়।
আরজেডি নেতা ও রাজ্যের মন্ত্রী তেজ প্রতাপ যাদব বলেছেন, ‘বিহারে কৃষ্ণরাজ আছে, রামরাজ্য নয়। আমি কোনো ‘বাবা’কে বিশ্বাস করি না।’ বিহারের শ্রম সম্পদ মন্ত্রী সুরেন্দ্র রাম বাবা বাগেশ্বরকে ভণ্ড বলে অভিহিত করেছেন।
এদিকে, হিন্দুত্ববাদী বিজেপি বিধায়ক জীবেশ মিশ্র মন্ত্রীর শিক্ষা-দীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর পাশাপাশি আরজেডি নেতা তেজ প্রতাপকে নিশানা করে তিনি বলেন, বিহার কারো বাপের জমিদারি নয়। তিনি এ সময়ে হিন্দু রাষ্ট্র গঠনের দাবিতে বাবার সঙ্গে দাঁড়ানোর কথা স্বীকার করেছেন। বাবার দাবি ভুল নয় বলেও বিজেপি বিধায়ক জীবেশ মিশ্র মন্তব্য করেছেন।
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।