বিজেপিসহ বিরোধীরা মুসলিম, দলিত ও আদিবাসীদের ক্ষমতায়ন চায় না: ওয়াইসি
https://parstoday.ir/bn/news/india-i124766-বিজেপিসহ_বিরোধীরা_মুসলিম_দলিত_ও_আদিবাসীদের_ক্ষমতায়ন_চায়_না_ওয়াইসি
ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি পাটনায় বিরোধী নেতাদের বৈঠক প্রসঙ্গে বলেছেন, বিজেপিসহ বিরোধীরা মুসলিম, দলিত ও আদিবাসীদের ক্ষমতায়ন চায় না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৪, ২০২৩ ১০:১৬ Asia/Dhaka
  • ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি
    ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি

ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি পাটনায় বিরোধী নেতাদের বৈঠক প্রসঙ্গে বলেছেন, বিজেপিসহ বিরোধীরা মুসলিম, দলিত ও আদিবাসীদের ক্ষমতায়ন চায় না।

গতকাল (শুক্রবার) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আমি সত্যি কথা বলি সেজন্য আমাকে ডাকা হয়নি। আর ওখানে যত নেতা আছেন বিজেপি হোক বা ওনারা কেউই কখনও চাইবে না যে মুসলিম, দলিত বা আদিবাসীদের ক্ষমতায়ন হোক। একইসঙ্গে তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারসহ অন্য নেতাদের অতীতের ট্রাক রেকর্ড নিয়ে প্রশ্ন তুলেছেন।  

প্রসঙ্গত, গতকাল শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী ও ‘জেডিইউ’ নেতা নীতিশ কুমারের আমন্ত্রণে  তার বাসভবনে বিজেপি বিরোধী নেতাদের বৈঠক হয়েছে। ওই ইস্যুতে ওয়াইসি বলেন, 'আমি চাই না নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হন,  কিন্তু যে নেতারা বৈঠকে গিয়েছিলেন তাদের অতীত রেকর্ড কী? গোধরাকাণ্ডের সময় রেলমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী  নীতীশ কুমার। গুজরাট দাঙ্গার সময় নীতিশ কুমার বিজেপির সঙ্গে ছিলেন। নীতিশ কুমারের নিজের জেলায় মাদ্রাসা জ্বালিয়ে দেওয়া হলেও তিনি সেখানে যাননি। কিন্তু দেশের বিরোধী নেতাদের ডেকে উনি বৈঠক করছেন।

ওয়াইসি বলেন, নীতিশ কুমার বিজেপির সঙ্গে থেকেছেন। বিজেপির কারণেই মুখ্যমন্ত্রী হয়েছেন নীতিশ কুমার। এর পরে মহাজোট গঠন হয়, তারপর বিজেপিতে ফিরে আসেন। এবার ফের বিজেপি ছেড়েছেন তিনি। ওয়াইসি এ সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন।  

উগ্র হিন্দুত্ববাদী শিবসেনা প্রসঙ্গে ‘মিম’ প্রধান  ওয়াইসি আরও বলেন, শিবসেনা কি এখন ‘ধর্মনিরপেক্ষ’ দলে পরিণত হয়েছে? এই সেই (শিবসেনা নেতা) উদ্ধব ঠাকরে, যিনি মুখ্যমন্ত্রী হয়ে বিধানসভায় বলেছিলেন যে তিনি বাবরী মসজিদ ধ্বংসের জন্য গর্বিত!

ওয়াইসি বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৩৭০ ধারা অপসারণে বিজেপিকে সমর্থন করেছিলেন। নীতীশ কুমার সেই ব্যক্তি যিনি দাঙ্গার সময় নিজের জেলায় যাননি। এমন পরিস্থিতিতে আমরা জানি না এরপর কী হবে। দেখা যাক ভবিষ্যতে কী হয়। 

পাটনায় বিরোধী নেতাদের বৈঠকে ‘জেডিইউ’ নেতা নীতীশ কুমার ছাড়াও  কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা  রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সমাজবাদী পার্টির  প্রধান অখিলেশ যাদব, শিবসেনা (ইউবিটি) সভাপতি উদ্ধব ঠাকরে এবং এনসিপি সভাপতি শরদ পাওয়ার বৈঠকে উপস্থিত ছিলেন।  

এছাড়াও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ, ‘পিডিপি’ সভানেত্রী মেহবুবা মুফতি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিআই)-এর সাধারণ সম্পাদক ডি রাজা, সিপিআইএমের সাধারণ সম্পাদক  সীতারাম ইয়েচুরি এবং আরও কয়েকজন নেতা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।      

পার্সটুডে/এমএএইচ/এসএ/২৪