‘অভিন্ন দেওয়ানি বিধি’তে সাফাই মোদীর, তীব্র সমালোচনা করলেন ওয়াইসি
ভারতে ‘অভিন্ন দেওয়ানি বিধি’র পক্ষে সাফাই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ (মঙ্গলবার) ভোপালে এ সংক্রান্ত মন্তব্য করেন।
তিনি বলেন, ‘অভিন্ন দেওয়ানি বিধি’র নামে জনগণকে উসকে দেওয়া হচ্ছে। আপনি আমাকে বলুন, একটি বাড়িতে পরিবারের একজন সদস্যের জন্য একটি আইন এবং পরিবারের অন্য সদস্যের জন্য যদি অন্য আইন থাকে, তাহলে কী সেই ঘর চলতে পারবে? তাহলে এমন দ্বৈত ব্যবস্থা নিয়ে দেশ চলবে কী করে? আমাদের মনে রাখতে হবে যে ভারতের সংবিধানও নাগরিকদের সমান অধিকারের কথা বলে।
ওই ইস্যুতে আজ পাল্টা জবাবে ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ‘নরেন্দ্র মোদী তিন তালাক, ‘অভিন্ন দেওয়ানি বিধি এবং পাসমান্দা (পিছিয়ে পড়া) মুসলমানদের বিষয়ে কিছু মন্তব্য করেছেন। মনে হচ্ছে মোদিজী ওবামার পরামর্শ ঠিকভাবে বুঝতে পারেননি। মোদীজি আমাকে বলুন, আপনি কী ‘হিন্দু অবিভক্ত পরিবার’ শেষ করবেন? এ কারণে দেশের প্রতি বছর ৩০৬৪ কোটি টাকার ক্ষতি হচ্ছে।
ওয়াইসি বলেন, ‘একদিকে আপনি পাসমান্দা মুসলমানদের জন্য কুমিরের কান্না ঝরাচ্ছেন, অন্যদিকে আপনার প্যাদারা তাদের মসজিদে হামলা করছে, তাদের চাকরি কেড়ে নিচ্ছে, তাদের বাড়িঘর বুলডোজ করছে, তাদের পিটিয়ে হত্যা করছে এবং তারা তাদের সংরক্ষণের বিরোধিতা করছে। আপনার সরকার গরীব মুসলমানদের বৃত্তি বাতিল করেছে।
পাসমান্দা মুসলমানরা শোষিত হলে আপনি কী করছেন? পাসমান্দা মুসলমানদের ভোট চাওয়ার আগে, আপনার কর্মীদের দ্বারে দ্বারে গিয়ে ক্ষমা চাওয়া উচিত যে আপনার মুখপাত্র এবং বিধায়ক আমাদের নবী-এ-করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মর্যাদার অবমাননা করেছেন।
পাকিস্তানকে উদ্ধৃত করে মোদীজি বলেছেন যে সেখানে ‘তিন তালাক’ নিষিদ্ধ করা হয়েছে। মোদীজি কেন পাকিস্তানের আইন থেকে এত অনুপ্রেরণা পাচ্ছেন? আপনি তো এখানে তিন তালাকের বিরুদ্ধে আইন করেছেন, কিন্তু বাস্তবে তাতে কোনও পরিবর্তন আসেনি। বরং, নারীদের শোষণ আরও বেড়েছে। আমরা সব সময় দাবি করে আসছি, আইনের মাধ্যমে সমাজ সংস্কার হবে না। যদি আইন করতেই হয়, তাহলে সেই সব পুরুষদের বিরুদ্ধে করা উচিত যারা বিয়ের পরও স্ত্রীকে রেখে পালিয়ে যায়’ বলেও মন্তব্য করেছেন ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি।
প্রসঙ্গত, হিন্দুত্ববাদী বিজেপির দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির মধ্যে বহুলালোচিত ও বিতর্কিত বিষয় হল অভিন্ন দেওয়ানী বিধি বা ‘ইউনিফর্ম সিভিল কোড’কার্যকর করার প্রতিশ্রুতি। এরকম কোন আইন বাস্তবায়িত হলে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, বা সম্পত্তির উত্তরাধিকারের, দত্তক ইত্যাদির মত বিষয়গুলোর ক্ষেত্রে বিভিন্ন সম্পদ্রায়ের মানুষজন নিজ নিজ ধর্ম অনুযায়ী যে ভিন্ন ভিন্ন ‘ব্যক্তিগত আইন’ অনুসরণ করেন, তা আর থাকবে না। ধর্ম, লিঙ্গ, বা যৌন অভিরুচি নির্বিশেষে সবার জন্য একটিই অভিন্ন আইন হবে। ভারতে মুসলিমদের মধ্যে কিছু ক্ষেত্রে শরীয়াহ বিধি চালু রয়েছে। কিন্তু ‘অভিন্ন দেওয়ানি বিধি’কার্যকর হলে সেই বিধি গুরুত্ব হারাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। #
পার্সটুডে/এমএএইচ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।