বাংলার মানুষ দিল্লির নেতাদের কাছে আত্মসমর্পণ করবে না: অভিষেক
https://parstoday.ir/bn/news/india-i125028-বাংলার_মানুষ_দিল্লির_নেতাদের_কাছে_আত্মসমর্পণ_করবে_না_অভিষেক
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, বাংলার মানুষ দিল্লির নেতাদের কাছে আত্মসমর্পণ করবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০১, ২০২৩ ১৮:০৩ Asia/Dhaka
  • বাংলার মানুষ দিল্লির নেতাদের কাছে আত্মসমর্পণ করবে না: অভিষেক

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, বাংলার মানুষ দিল্লির নেতাদের কাছে আত্মসমর্পণ করবে না।

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে তিনি আজ (শনিবার) আলিপুরদুয়ারের ফালাকাটায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। বাংলাকে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার অভিযোগে অভিষেক আজ কেন্দ্রীয় সরকার ও বিজেপির তীব্র সমালোচনায় সোচ্চার হন। দিল্লির বিজেপি নেতাদের নাম না করে তাদেরকে ‘বহিরাগত’ বলে কটাক্ষ করেন অভিষেক  বন্দ্যোপাধ্যায়।   

তিনি বলেন, ‘বাংলার মানুষ আর যাই হোক, দু’বেলার জায়গায় একবেলা একমুঠো খেয়ে থাকবে, কিন্তু ‘বহিরাগত’দের কাছে মাথা নিচু করবে না। বশ্যতা স্বীকার করবে না। দিল্লির  নেতাদের কাছে আত্মসমর্পণ করবে না।’ অভিষেক বলেন, ‘একশো দিনের প্রকল্পে বাংলার সাড়ে সাত হাজার কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার বন্ধ করে রেখে দিয়েছে। আবাস যোজনায় ৮ হাজার কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার বন্ধ করে রেখে দিয়েছে। এই টাকা, আপনার টাকা,  আপনার অধিকারের টাকা। আগামীদিনে পঞ্চায়েত নির্বাচনে কোথাও যদি বিজেপি  প্রার্থী জেতে, তাহলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন।’  

তিনি আরও বলেন, এখানকার বিজেপি এমপি জন বার্লার কেবল দু’টো কাজ। একটা হচ্ছে দিল্লির  পা চেটে নম্বর বাড়ানো, আরেকটা হচ্ছে বাংলার মানুষের বিরোধিতা করে একশো দিনের কাজ প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া। আপনারা ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করেছেন, সেই বিজেপির বিধায়ক-এমপ’রা দিল্লিতে গিয়ে বাংলার মানুষের টাকা বন্ধ করে দিতে বলছে!’  

অভিষেক এ সময়ে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরোসিন, ওষুধ ইত্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কথা তুলে ধরে কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন।প্রসঙ্গত, রাজ্যে আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। #        

পার্সটুডে/এমএএইচ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।