পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার বিরুদ্ধে কোলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করলেন অধীর
https://parstoday.ir/bn/news/india-i125370-পঞ্চায়েত_নির্বাচনে_সহিংসতার_বিরুদ্ধে_কোলকাতা_হাই_কোর্টে_জনস্বার্থ_মামলা_করলেন_অধীর
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার বিরুদ্ধে কোলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি এমপি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১০, ২০২৩ ১৯:০২ Asia/Dhaka
  • পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার বিরুদ্ধে কোলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করলেন অধীর

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার বিরুদ্ধে কোলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি এমপি।

অন্যদিকে, নির্বাচনে সহিংসতার অভিযোগ প্রসঙ্গে বিরোধীদের নিশানা করে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেছেন, ‘আগামীকাল ভোট গণনা হবে। বিরোধীরা গোহারা হারবে। নাচতে না জানলে উঠোন বাঁকা। উঠোনটাকে তারা বাঁকা করার চেষ্টা করছে।’

এদিকে, আজ (সোমবার) আইনজীবীদের কর্মবিরতির কারণে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের সমন্বিত বেঞ্চে নিজেই এই মামলায় সাওয়াল করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি। আদালতে পঞ্চায়েত নির্বাচন পর্বে সহিংস ঘটনার সমস্ত বিবরণ তুলে ধরেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে সহিংসতায় যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। 

আদালতে অধীর চৌধুরী বলেন,  ‘সব জায়গায় ভোটের দিন গরিব বা নিম্ন মধ্যবিত্তের উপর আক্রমণ চলেছে। তারা জানেন না কোথায় যেতে হবে। হাসপাতালে অনেকে যেতে পারেননি। কোথাও কোথাও প্রশাসন নিরুত্তর। সেই সব পরিবারের পক্ষ থেকে এসেছি। তাদের সাহায্য করা হোক।’  

জানা গেছে, হাইকোর্ট নির্বাচনে আক্রান্তদের সরকারি হাসপাতাল অথবা সরকারি কোনও ক্যাম্পে অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ২ বিচারপতির সমন্বিত বেঞ্চ বলেছেন, নির্বাচনে সহিংসতায় নিহতদের ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করতে হবে। পরিবারের হাতে লাশ তুলে দিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। শেষকৃত্যেও সাহায্য করতে হবে। আদালত অবশ্য কংগ্রেস নেতা অধীর বাবুর মামলা অনুযায়ী আহত এবং নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তা আগামীদিনে বিবেচনা করতে হবে বলে পর্যবেক্ষণ কোলকাতা হাই কোর্টের। এই বিষয়ে মঙ্গলবার রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৯     

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।