'মণিপুরে নারীদের সঙ্গে অত্যাচার হচ্ছে, মধ্য প্রদেশে দুর্নীতির তালিকা দীর্ঘ'
(last modified Fri, 21 Jul 2023 15:22:36 GMT )
জুলাই ২১, ২০২৩ ২১:২২ Asia/Dhaka
  • ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী
    ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, মণিপুরে নারীদের সঙ্গে অত্যাচার হচ্ছে। তিনি আজ (শুক্রবার) গোয়ালিয়রে জন আক্রোশ সমাবেশে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় মোদী সরকার এবং মধ্য প্রদেশের শিবরাজ সরকারের তীব্র সমালোচনা করেন।

বিজেপিশাসিত মণিপুরের অশান্ত পরিস্থিতি সম্পর্কে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, দু’মাস ধরে পুড়ছে গোটা রাজ্য। শিশুদের মাথায় ছাদ নেই। ৭৭ দিনে একটি কথাও বলেননি প্রধানমন্ত্রী। যখন একটি ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হয়েছিল, তিনি চুপ থাকতে পারেননি। গতকাল  বাধ্য হয়ে  তিনি একটি বিবৃতি দিয়েছেন এবং তাতেও রাজনীতি মিশিয়েছেন এবং যে রাজ্যগুলোতে বিরোধী সরকার রয়েছে সেসব রাজ্যের নাম নিয়েছেন।  

তিনি বলেন, ‘আমি এখানে প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে ১০ মিনিট, শিবরাজ সিং চৌহানের বিষয়ে ১০ মিনিট কথা বলতে পারি, কিন্তু আজ আমি আপনাদের সম্পর্কে কথা বলতে এসেছি। আজ আমি মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলতে এসেছি, কারণ কংগ্রেস আপনাদের নিয়ে উদ্বিগ্ন।   

প্রিয়াঙ্কা গান্ধী বিজেপিশাসিত মধ্য প্রদেশের শিবরাজ সরকারের নীতি এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, অর্থ দিয়ে কেনা সরকার কেবল দুর্নীতিই করবে। মধ্য প্রদেশের শিবরাজ সরকারকে কটাক্ষ করে প্রিয়াঙ্কা বলেন, এটা টাকা দিয়ে কেনা সরকার। তাদের উদ্দেশ্য খারাপ, শুরু থেকেই তারা শুধু দুর্নীতিতে মনোনিবেশ করেছে। তাদের অহংকার এতটাই যে আশেপাশের মানুষও সত্য বলে না। তারা মনে করে যে ক্ষমতা সবসময় তাদের সাথে থাকবে, তাই কাজ করার দরকার কী, সময় এলে তারা মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেবে  যার সাথে মানুষের আবেগ জড়িত। মানুষ ভুলে যাবে মূল্যস্ফীতি, আবার আমরা ভোট পাব, আবার ক্ষমতায় থাকব। তারা সরকারে থেকে জনগণকে কিছুই দেয়নি। দুর্নীতির পর দুর্নীতি হচ্ছে,  তালিকা এত দীর্ঘ যে মনে রাখা কঠিন। কিছু ছাড়েনি, রাস্তা ছাড়েনি, এমনকী মহাকালের মূর্তিও ছাড়েনি বলে মন্তব্য করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। #

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

    

 

ট্যাগ