মণিপুর ইস্যুতে সংসদে বিরোধীদের হট্টগোল, অধিবেশন মুলতুবি
(last modified Mon, 24 Jul 2023 10:35:24 GMT )
জুলাই ২৪, ২০২৩ ১৬:৩৫ Asia/Dhaka
  • মণিপুর ইস্যুতে সংসদে বিরোধীদের হট্টগোল, অধিবেশন মুলতুবি

ভারতে বিজেপিশাসিত অশান্ত মণিপুর ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে বিরোধীদলীয় এমপিরা সংসদ এবং সংসদের বাইরে সোচ্চার হয়েছেন। আজ (সোমবার)সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার প্রদর্শন করেন বিরোধী এমপিরা। অন্যদিকে, রাজস্থানে নারীদের বিরুদ্ধে অত্যাচার ও অপরাধের বিরুদ্ধে বিজেপি এমপিরা আজ সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

বিজেপি এমপি রবি কিষাণ বলেন, ‘আমরা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পদত্যাগ দাবি করছি। দলিতদের (নারীদের) ওপর অত্যাচার বন্ধ করা দরকার। নৃশংসতা অনেক বেড়েছে, আর সেই কারণেই আমরা সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে প্রতিবাদ করছি।’ 

আজ (সোমবার) বিরোধীদের হট্টগোলের জেরে সংসদের নিম্নকক্ষ লোকসভা এবং উচ্চকক্ষ রাজ্যসভার কাজকর্ম দফায় দফায়  মুলতুবি হয়ে যায়। বেলা ১১টায় অধিবেশন শুরু হওয়ার পর  হট্টগোলের জেরে প্রথমে বেলা ১২টা পর্যন্ত এবং পরে বেলা ২টা পর্যন্ত স্থগিত করা হয়। পরবর্তীতে অধিবেশনের কাজ শুরু হলেও বিরোধীদের স্লোগান ও হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন  বিকেল ৩টে পর্যন্ত মুলতুবি করা হয়। অন্যদিকে, লোকসভার কাজকর্ম প্রথমে বেলা আড়াইটে পর্যন্ত এবং পরবর্তীতে অবস্থার পরিবর্তন না হওয়ায় আগামীকাল বেলা ১১টা পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায়।   

আজ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় আম আদমি পার্টির সঞ্জয় সিং এমপিকে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করেছেন। রাজ্যসভায় মণিপুর ইস্যুতে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন তিনি। এসময় এক পর্যায়ে তিনি চেয়ারম্যানের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। সংসদের উভয় কক্ষে মণিপুর ইস্যুতে স্লোগান দেন বিরোধী সাংসদরা। সংসদের উভয় কক্ষে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীর  বিবৃতি দিতে হবে বলে দাবি তোলেন তারা। অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী  রাজনাথ সিং বলেন, আমরা সংসদে আলোচনা করতে প্রস্তুত। 

আজ রাজ্যসভায় মণিপুর ইস্যুতে আলোচনা নিয়ে চেয়ারম্যান জগদীপ ধনখড় এবং তৃণমূল এমপি ডেরেক ও'ব্রায়েনের মধ্যে বিতর্ক  সৃষ্টি হয়। ধনখড় বললেন, আপনি চেয়ারম্যানকে চ্যালেঞ্জ করছেন! এর পরেই সভায় হট্টগোল শুরু হয়, তারপর চেয়ারম্যান জগদীপ ধনখড় রাজ্যসভা মুলতবি করে দেন। আম আদমি পার্টির এমপি রাঘব চাড্ডা বলেন, সঞ্জয় সিংকে সাসপেন্ড করা গণতন্ত্রের চেতনার পরিপন্থী। রাজ্যসভা মুলতবি হওয়ার পরে, আমরা চেয়ারম্যানের সাথে দেখা করতে গিয়েছিলাম এবং তাকে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানিয়েছি। 

আজ কংগ্রেস এমপি মণীশ তিওয়ারি বলেন, অন্য রাজ্যের সঙ্গে মণিপুরের তুলনা করা ঠিক নয়। মণিপুরে জাতি বিভাজন রয়েছে। গত ৭৭/৭৮ দিন ধরে সেখানে সহিংসতা চলছে।      

আজ মণিপুর নিয়ে আলোচনার দাবিতে সংসদের উভয় কক্ষেই নোটিস দেন বিরোধীরা। রাজ্যসভার বিধি অনুসারে ২৬৭ নম্বর অনুচ্ছেদে এ  নিয়ে আলোচনার আবেদন জানান প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এমপি।  এই অনুচ্ছেদ অনুসারে রাজ্যসভার কোনও সদস্য জরুরি এবং আপৎকালীন বিষয় নিয়ে আলোচনার জন্য রাজ্যসভার চেয়ারম্যানকে নোটিস দিতে পারেন। নোটিসটি গৃহীত হলে সভার পূর্বনির্ধারিত কাজ স্থগিত রেখে নির্দিষ্ট বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা।   

মেইতেই সম্প্রদায়কে ‘তপসিলি উপজাতি’র মর্যাদা দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে কুকি এবং অন্যান্য উপজাতি সংগঠন যৌথভাবে মাঠে নামায় মণিপুরে গত ৩ মে থেকে সহিংসতা চলছে। সম্প্রতি সেখানে ২ নারীকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো এবং  ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সম্পর্কে নিন্দা করে গণমাধ্যমের সামনে সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বিরোধীদের দাবি- মণিপুরে এতদিন ধরে চলমান সহিংসতা সম্পর্কে প্রধানমন্ত্রীকে সংসদের মধ্যে বিস্তারিত বক্তব্য রাখতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আমি মণিপুর নিয়ে  আলোচনা করতে প্রস্তুত, কিন্তু বিরোধীরা কেন আলোচনা চায় না তা  জানি না।#

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

    

   

 

ট্যাগ