জুলাই ২৯, ২০২৩ ২১:১৯ Asia/Dhaka
  •  আশুরার শোক মিছিলে লেফটেন্যান্ট গভর্নর, কটাক্ষ ফারুক আব্দুল্লাহর

জম্মু-কাশ্মীরের শ্রীনগরে আজ আশুরার ঐতিহ্যবাহী শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে শামিল হয়েছিলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

গত ৩৫ বছরের মধ্যে এই প্রথম প্রশাসনের কোনো প্রধান আশুরার মিছিলে যোগ দিলেন। আশুরা উপলক্ষে শিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষজন শহরের অভ্যন্তরীণ অংশে ঐতিহ্যবাহী পথ দিয়ে শোক মিছিল বের করেন। এজন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে আশুরার মিছিলে অংশগ্রহণকারীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও জলখাবারের বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। এর আগে গত (বৃহস্পতিবার) মহররমের মিছিলকে গুরুবাজার থেকে ডালগেট পর্যন্ত ঐতিহ্যবাহী সড়ক দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল প্রশাসন।

আজ লেফটেন্যান্ট গভর্নর সিনহা শ্রীনগরের বোটা কাদাল এলাকায় পৌঁছে জুলজানাহ মিছিলে অংশ নেন। এ সময়ে তিনি জুলজানাহতে চাদর অর্পণ করেন এবং এই উপলক্ষে হযরত ইমাম হোসাইন (আ.)-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শোকার্তদের মধ্যে নাশতাও বিতরণ করেন।

এদিকে, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আবদুল্লাহ বিজেপিকে নিশানা করে বলেছেন, ‘বহু বছর পর জম্মু-কাশ্মীরে মহররমের মিছিল হয়েছে, আগে আমি যখন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলাম, এমন মহরমের মিছিল বেরোতো। কিন্তু বিজেপির শাসনে এই মিছিল বেরোনোয় তারা (বিজেপি) কী মনে করে মুসলমানদের ভোট পাবে? তাদের এই ইচ্ছা কখনই পূরণ  হবে না।’  বিজেপি দেশে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করেছে বলেও মন্তব্য করেছেন ডা. ফারুক আবদুল্লাহ।

আজ ঝাড়খণ্ডের বোকারো জেলায় আশুরার শোক মিছিলে শামিল হওয়া ১৩ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে এবং সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। 

গুজরাটের ধোরাজিতে আশুরার মিছিল চলাকালীন তাজিয়া একটি বিদ্যুতের লাইনে স্পর্শ করায় ২৪ জন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দু’জনের মৃত্যু হয়েছে এবং চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। উত্তর প্রদেশের মীরাটে আজ ঐতিহ্যবাহী আশুরার শোক মিছিলে বহু মানুষ শামিল হয়েছিলেন।  

পশ্চিমবঙ্গে ঐতিহাসিক ‘বাঁশেরকেল্লা’ খ্যাত তিতুমীরের শাহাদাত ভূমি নারিকেলবেড়িয়ায় আজ আশুরার শোক মিছিলে কয়েক হাজার মানুষ শামিল হয়েছিলেন। এতে বশিরহাট মহকুমার বিভিন্ন থানা এলাকা থেকে আসা শিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষজন অংশগ্রহণ করেন। এ সময়ে তারা তাজিয়া, দুলদুল, বিভিন্ন রঙের নিশানের পাশাপাশি ভারতীয় জাতীয় পতাকা বহন করেন।  # 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৯   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

    

ট্যাগ