মণিপুরে ভারতমাতাকে হত্যা করেছে মোদী সরকার : রাহুল গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি এমপি বলেছেন, মণিপুরে ভারত মাতাকে হত্যা করেছে মোদী সরকার।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা চলাকালীন আজ (বুধবার) সংসদে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপি মণিপুরে সাম্প্রতিক সহিংসতা ইস্যুতে এভাবে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।
রাহুল গান্ধী বলেন, মণিপুরে ভারতকে হত্যা করা হয়েছে। মণিপুরে ভারতমাতাকে হত্যা করেছে মোদী সরকার। এই সরকার দেশদ্রোহী। রাহুল গান্ধী বিজেপিকে নিশানা করে বলেন, ‘আপনারা (বিজেপি) মণিপুরকে দু’ভাগে ভাগ করেছেন, ভেঙে দিয়েছেন।
রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেন, ‘রাবণ দু'জনের কথা শুনতেন, প্রথম মেঘনাথ আর দ্বিতীয় কুম্ভকর্ণ। একইভাবে নরেন্দ্র মোদী দু'জনের কথা শোনেন, তারা হলেন অমিত শাহ আর আদানি। হনুমান লঙ্কা পোড়ায়নি। লঙ্কা পুড়েছিল রাবণের অহংকারে। আপনি সারা দেশে কেরোসিন ছড়াচ্ছেন। সারা দেশে আগুণ লাগাচ্ছেন। এটা মণিপুরে করেছেন, এখন আপনি হরিয়ানায় তা করছেন।’
প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে রাহুল গান্ধী আরও বলেন, ‘আপনি ভারতমাতার রক্ষাকর্তা নন। আপনি ভারত মাতার হত্যাকারী। আমার এক মা এখানে বসে আছেন। অন্য মা’কে আপনি হত্যা করেছেন মণিপুরে। ভারতীয় সেনা মণিপুরে একদিনে শান্তি ফেরাতে পারে। কিন্তু আপনি তাদের ব্যবহার করছেন না।’
পাল্টা জবাবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ‘জাতির ইতিহাসে এই প্রথমবার ‘ভারতমাতা’কে হত্যার কথা উঠল। কংগ্রেস দল এখানে হাততালি দিচ্ছে! ভারতের হত্যার বিষয়টি নিয়ে যারা হাততালি দেয়, তারা গোটা দেশকে ইঙ্গিত দিয়েছে যে কাদের মনে বিশ্বাসঘাতকতা। আজ, একজন ভারতীয় হিসেবে বলছি, মণিপুর খণ্ডিত নয়, এটি আমার দেশের অংশ’ বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন