মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে ২ ভারতীয় সেনা নিহত
(last modified Tue, 15 Aug 2023 12:59:59 GMT )
আগস্ট ১৫, ২০২৩ ১৮:৫৯ Asia/Dhaka
  • মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে ২ ভারতীয় সেনা নিহত

ভারতে ঝাড়খণ্ডের মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ঝাড়খণ্ড জাগুয়ার ফোর্সের দুই জওয়ান নিহত হয়েছেন।

আজ (মঙ্গলবার) পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। পশ্চিম সিংভূম জেলায় টোন্টো থানা এলাকার অন্তর্গত তুম্বাহাকা এবং সরজোমবুরু গ্রামের মধ্যে একটি জঙ্গলে গতকাল (সোমবার) দিবাগত গভীর রাতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

পশ্চিম সিংভূমের পুলিশ সুপার আশুতোষ শেখর গণমাধ্যমকে বলেন, ‘মাওবাদীদের সাথে সংঘর্ষে উপ-পরিদর্শক অমিত তিওয়ারি এবং কনস্টেবল গৌতম কুমার নিহত হয়েছে।’

   জানা গেছে, সংশ্লিষ্ট এলাকায় শীর্ষ মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। তথ্য পেয়ে, আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), কোবরা, ঝাড়খণ্ড জাগুয়ার ফোর্স এবং জেলা সশস্ত্র পুলিশের একটি যৌথবাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। নিরাপত্তা কর্মীদের আসতে দেখে মাওবাদীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময়ে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির লড়াইয়ে দুই জওয়ান নিহত হয়।

এই ঘটনার কয়েকদিন আগে, একই এলাকায় মাওবাদীদের সাথে সংঘর্ষে আধাসামরিক বাহিনী ‘সিআরপিএফ’-এর এক জওয়ান নিহত এবং অপর একজন আহত হয়েছিল।

এলাকার শীর্ষস্থানীয় মাওবাদীদের তৎপরতার পরিপ্রেক্ষিতে গত জানুয়ারি মাস থেকে জেলার কোলহান কোর এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পুলিশের ধারণা, শীর্ষ মাওবাদী নেতারা কোলহান জঙ্গলেই লুকিয়ে আছে। এর মধ্যে রয়েছে মিসির বেসরা, আনমোল, মোচু, চমন, কান্দে, অজয় মাহাতো, সাগেন আঙ্গারিয়া এবং অশ্বিন প্রমুখ। তাদের পুরো স্কোয়াড এই জঙ্গলে সক্রিয়। সিআরপিএফ, ঝাড়খণ্ড জাগুয়ার এবং জেলা পুলিশ গত ১১ জানুয়ারী থেকে তাদের পাকড়াও করতে যৌথ অভিযান চালাচ্ছে। কিন্তু শীর্ষ নেতাদের কেউ ধরা পড়েনি।   #

পার্সটুডে/এমএএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ