ছত্তিশগড়ে নয়া সরকার শপথ নেওয়ার আগে মাওবাদী হামলায় হতাহত ২ জওয়ান
(last modified Wed, 13 Dec 2023 13:14:20 GMT )
ডিসেম্বর ১৩, ২০২৩ ১৯:১৪ Asia/Dhaka
  • মাওবাদীদের হামলায় নিহত  একটি শোকানুষ্ঠান ( ফাইল ফটো)
    মাওবাদীদের হামলায় নিহত একটি শোকানুষ্ঠান ( ফাইল ফটো)

ভারতের ছত্তিশগড়ে আজ নয়া সরকার শপথ নেওয়ার আগে মাওবাদী হামলায় ‘সিএএফ’-এর ২ জওয়ান হতাহতের ঘটনা ঘটেছে।

জানা গেছে, মাওবাদীদের ‘আইইডি’ বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন কমলেশ সাহু নামে ‘সিএএফ’-এর নবম ব্যাটেলিয়ানের এক জওয়ান। ওই ঘটনায় আহত হয়েছেন বিনয় সাহু নামে আরও এক জওয়ান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।  

আজ নারায়ণপুরের আমদই এলাকায় নিয়োজিত জওয়ানদের লক্ষ্যবস্তু করে মাওবাদীরা। তারা ওই এলাকার খনিতে বিভিন্ন জায়গায় ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বসানোর হুঁশিয়ারি দিয়েছিল। মাওবাদীরা সম্প্রতি সুকমা জেলায় আইইডি বিস্ফোরণ ঘটানোয় দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছিলেন। নিরাপত্তা কর্মীদের একটি যৌথ টিম সড়ক নির্মাণ কাজের নিরাপত্তা দিতে টহল দেওয়ার সময়ে মাওবাদীরা ওই হামলা চালায়।

ছত্তিশগড়ে সম্প্রতি বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটের সময়েও মাওবাদীরা হামলা চালিয়েছিল। এ সময়ে সিআরপিএফ এবং ডিআরজি টিমের টহলদারী টিমের উপর আইইডি বিস্ফোরিত হয়েছিল। সে সময়ে সৌভাগ্যক্রমে জওয়ানরা অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন।  

উল্লেখ্য, আজই ছত্তিশগড়ের রাজধানী রাইপুরে নয়া বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। রাজধানী রাইপুরের বিজ্ঞান কলেজ ময়দানেআয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দ্রন মুখ্যমন্ত্রী হিসেবে বিষ্ণু দেও সাইকে এবং অরুণ সাও ও বিজয় শর্মাকে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বিজেপির অনেক সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। #

পার্সটুডে/এমএএইচ/ এমবিএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

 

ট্যাগ