চীন আমাদের জমি দখল করেছে : রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i127070-চীন_আমাদের_জমি_দখল_করেছে_রাহুল_গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, চীন আমাদের জমি দখল করেছে। প্রধানমন্ত্রী এ সম্পর্কে যা বলেছেন, তা সত্যি নয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২০, ২০২৩ ১৮:৪১ Asia/Dhaka
  • চীন আমাদের জমি দখল করেছে : রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, চীন আমাদের জমি দখল করেছে। প্রধানমন্ত্রী এ সম্পর্কে যা বলেছেন, তা সত্যি নয়।

তিনি আজ (রোববার) লাদাখে এ সংক্রান্ত মন্তব্য করায় রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপি বলেন, ‘চীন আমাদের জমি দখল করে নেওয়ায় এখানকার স্থানীয় মানুষজন চিন্তিত। ওরা বলছেন, চীনা বাহিনী তাদের চারণ ভূমি ছিনিয়ে নিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী বলেন, এক ইঞ্চিও জমি নেয়নি। এটা সত্যি নয়। এখানকার যাকে হোক আপনি জিজ্ঞাসা করতে পারেন।’ 

আজ সাবেক প্রধানমন্ত্রী ও রাহুল গান্ধীর বাবা প্রয়াত রাজীব গান্ধীর জন্মদিন। লাদাখের প্যাংগং সো হ্রদের ধারে এদিন বাবাকে শ্রদ্ধা জানান রাহুল। এ সময়ে তার সঙ্গে ছিলেন দলের অন্য নেতা-কর্মীরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী চীনা অনুপ্রবেশ সম্পর্কে মন্তব্য করেন।  

রাহুল গান্ধীর বক্তব্যকে সমর্থন করেছেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা সঞ্জয় রাউত এমপি। রাউত বলেছেন, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে এই বিষয়ে বিভ্রান্ত না করে সত্য বলা উচিত। আজ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় রাউত বলেন, লাদাখে চীন অনুপ্রবেশ করে নিজেদের দখলে রেখেছে। এর প্রমাণও সামনে এসেছে, কিন্তু আমাদের প্রতিরক্ষামন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী এটা মানতে প্রস্তুত নন, তাই মনে হচ্ছে আমরা ‘ভারত মাতা’র প্রতি অবিচার করছি।

চীনা অনুপ্রবেশ সম্পর্কে রাহুল গান্ধীর বক্তব্য প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউত আরও বলেন, রাহুলজী দেশের একজন বিশিষ্ট নেতা, তিনি একজন সংসদ সদস্য, তিনি কংগ্রেসের সাবেক সভাপতি। যদি তিনি একটি জিনিস প্রকাশ্যে আনেন, তিনি ভেবেচিন্তে তা করেন। রাহুলজী যদি বলে থাকেন যে চীন জমি দখল করেছে, তাহলে জনগণকে বিভ্রান্ত করার দরকার নেই, সে প্রধানমন্ত্রী হোক বা প্রতিরক্ষামন্ত্রী, জনগণকে সত্য বলুন।

প্রসঙ্গত, সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন ভারতের জমিতে কেউ প্রবেশ করেনি। কংগ্রেস নেতা রণদীপ সূর্যেওয়ালা সম্প্রতি বলেছেন, যদি কেউ ভারতের জমিতে প্রবেশ না-ই করে থাকে, তা হলে চীনা সেনার সঙ্গে এত বৈঠক কেন করা হচ্ছে? এবার ওই ইস্যুতে রাহুল গান্ধীর মন্তব্যে নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।# 

   

পার্সটুডে/এমএএইচ/এমএআর/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।