পশ্চিমবঙ্গে বিজেপি অস্থিরতা সৃষ্টি ও সহিংসতা ছড়াতে চাচ্ছে : তৃণমূল
পশ্চিমবঙ্গে বিজেপি অস্থিরতা সৃষ্টি করতে এবং সহিংসতা ছড়াতে চাচ্ছে বলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে।
আজ (শুক্রবার) রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ এ সংক্রান্ত মন্তব্য করেন। কোলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি র্যাগিংয়ের ফলে এক ছাত্রের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে আজ বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলে আপত্তিকর স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে র্যাগিং ও মাদক মুক্ত করার দাবিতে কোলকাতার গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত ভারতীয় জনতা যুবমোর্চার মিছিল হয়। এতে রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
র্যাগিং ও আপত্তিকর স্লোগান প্রসঙ্গে আজ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘আমরা র্যাগিংয়ের নিন্দা করছি। যারা র্যাগিং করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া চলছে। বিজেপিশাসিত রাজ্যগুলো সারা দেশে র্যাগিংয়ে শীর্ষ স্থানে রয়েছে। ‘ইউজিসি’ (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)অ্যান্টি র্যাগিং সেলের সর্বশেষ নথি বলছে ২০২১ সালের যে সংখ্যা তাতে ৫১১টি র্যাগিংয়ের ঘটনা ঘটেছে এবং তার মধ্যে অধিকাংশই ঘটেছে মেডিক্যাল কলেজগুলোতে। যার শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ এবং মধ্য প্রদেশ, অর্থাৎ বিজেপিশাসিত রাজ্য। বিজেপিশাসিত রাজ্যগুলো নেতৃত্ব দিচ্ছে র্যাগিংয়ের পরিসংখ্যানে। আর এখানে তারা এই গণ্ডগোলগুলো করছে।’
আপত্তিকর স্লোগান প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘গোলি মারো শালোকো’ –এটা কোনও ভাষা! কী ভাষা এটা? এর আগেও এটা আমরা দেখেছি। বিজেপির এক কেন্দ্রীয় নেতা এই কথাগুলো বলেছেন। এই হচ্ছে ওদের সংস্কৃতি। প্ররোচনা দেওয়া হিংসা ছড়ানো ওদের কাজ। গোলি মারো শালোকো মানে কী? এই ভাবে প্ররোচনা দেওয়া? যারা এ ধরণের উসকানি দেয় তাদের বিরুদ্ধে মামলা করে গ্রেফতার করা উচিত। এরা অস্থিরতা করতে চাচ্ছে, এরা গণ্ডগোল করতে চাচ্ছে, এরা হিংসা ছড়াতে চাচ্ছে’ বলেও মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।#
পার্সটুডে/এমএএইচ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।