বিজেপি মানুষকে বিভক্ত করে, আমরা মানুষকে ঐক্যবদ্ধ করি: রাহুল গান্ধী
-
রাহুল গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি এমপি হিন্দুত্ববাদী বিজেপির সমালোচনা করে তাদের কাজ মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা বলে মন্তব্য করেছেন।
তিনি আজ (শনিবার) ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। রাহুল গান্ধী বলেন, ‘বিজেপির কাজ হল মানুষকে বিভক্ত করা, সহিংসতা ছড়ানো, ঘৃণা ছড়ানো, যেখানে আমাদের কাজ মানুষকে ঐক্যবদ্ধ করা। ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খোলা। তিনি বলেন, প্রত্যেক নির্বাচনের আগে বিজেপি একটি সংখ্যা উপস্থাপন করে। তারা (বিজেপি) বলেছিল যে তারা ২৩০/২৫০টি আসন পাবে, কিন্তু কর্ণাটকের প্রত্যেকটি গরিব মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছে।
কংগ্রেস এমপি রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করে বলেন, বিজেপি কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পূরণ করেনি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতারা বলেছিলেন যে কংগ্রেস দল প্রতিশ্রুতি পূরণ করতে পারে না, কিন্তু আমরা প্রতিশ্রুতি পূরণ করেছি। কংগ্রেস দল যা প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে। ছত্তিশগড় সরকার তার অনেক প্রতিশ্রুতি পূরণ করেছে। সরকার বিদ্যুৎ বিল অর্ধেক করেছে, ঋণ মওকুফ করেছে। অন্যদিকে, বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদী ২/৩ জন কোটিপতির জন্য কাজ করেন।
রাহুল গান্ধী বলেন, তরুণদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত। আমরা আপনাদেরকে রাজনীতিতে সুযোগ দিতে চাই। আদিবাসী যুবকরা যে স্বপ্নই দেখতে চায়, দেখুন এবং পূরণ করুন। তিনি বলেন, ‘আদিবাসীরাই দেশের প্রকৃত মালিক। আমরা তাদের অধিকার রক্ষা করছি। কিন্তু বিজেপি তাদের জন্য ‘বনবাসী’ শব্দটি ব্যবহার করে। এই কথাটার পিছনে একটা খারাপ ভাবনা আছে। বিজেপি বলছে, তারা শুধু বনবাসী হয়ে থাকুক, যেন এগোতে না পারে। কিন্তু কংগ্রেস সরকার বলছে, বনের পাশাপাশি তাদেরও স্বপ্ন পূরণের অধিকার রয়েছে।’
রাহুল বিজেপিকে নিশানা করে আরও বলেন, ‘ওরা সারা দেশে বিদ্বেষ ছড়াচ্ছে। আমাদের কাজ সংযুক্ত করা. মণিপুর হোক, অসম হোক বা কর্ণাটক, যেখানেই বিজেপির লোকেরা ঘৃণা ছড়াবে, কংগ্রেসের লোকেরা সেখানে গিয়ে ভালোবাসা ভাগাভাগি করে নেবে। সহিংসতার মাধ্যমে দেশ এগিয়ে যেতে পারে না। ভালোবাসার মাধ্যমে দেশ ঐক্যবদ্ধ হয় এবং দেশ দ্রুত এগিয়ে যায় বলেও মন্তব্য করেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি।
ওই সমাবেশে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বিজেপিকে নিশানা করে বলেন, দুর্ভাগ্যবশত, যারা ঘৃণা ছড়ায় তাদের হাতেই এখন দেশের লাগাম। কিন্তু আমাদের চিন্তাধারা সেরকম নয়। বিজেপি সরকার শিল্পপতিদের জন্য কাজ করে। কংগ্রেস সরকার জনগণের জন্য কাজ করে। ছত্তিশগড়ের কয়লা খনির মতো বহু সম্পদ লুট হতে দেওয়া হবে না। বিজেপি শুধু লুটপাট করছে। ছত্তিশগড় সরকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে বলেও মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএইচ/এমআরএইচ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।