ক্রিকেট ম্যাচের আগে রাজৌরিতে গুলির লড়াই বন্ধ হোক: ওয়াইসি
(last modified Sat, 16 Sep 2023 12:33:50 GMT )
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১৮:৩৩ Asia/Dhaka
  • আসাদউদ্দিন ওয়াইসি এমপি
    আসাদউদ্দিন ওয়াইসি এমপি

জম্মু-কাশ্মীরে গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করেছেন করেছেন ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি।

আজ (শনিবার) ‘মিম’ প্রধান সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, জম্মু-কাশ্মীরের অনন্তনাগ, রাজৌরিতে আমাদের সেনাদের জীবন নিয়ে খেলা হচ্ছে এবং সরকার নীরব রয়েছে। ওয়াইসি বলেন, কাশ্মীরি পণ্ডিত ও ভারতীয় সেনাদের মধ্যে রাজৌরিতে বুলেটের ক্রিকেট ম্যাচ চলছে এবং আমাদের লোকজনকে হত্যা করা হচ্ছে। আসন্ন ক্রিকেট ম্যাচের আগে এই খেলা শেষ করতে হবে। আপনারা (বিজেপি) ক্ষমতায় না থাকলে কী বলতেন? আপনারা (বিজেপি) ক্ষমতায় আছেন, আগে এই গুলির খেলা শেষ করুন।

ওয়াইসি বলেন, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ হবে। এবং যেসব লোক নিহত হচ্ছে, কর্নেল মারা গেছেন, মেজর মারা গেছেন, ডিএসপি নিহত হয়েছেন, কাশ্মীরি (হিন্দু) পণ্ডিতরা নিহত হচ্ছেন। কিন্তু আপনি বসে ক্রিকেট ম্যাচ দেখবেন?     

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেন, পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা এসে আমাদের সেনাদের হত্যা করার বিষয়ে সরকার নীরব কেন? প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হল- যখন পুলওয়ামা (হামলা) হয়েছিল, আপনি রাগ দেখিয়েছিলেন, কিন্তু তার পরে আমাদের সেনা বাহিনীর কর্নেল, মেজর, পুলিশের ডেপুটি এসপিকে হত্যা করা হয়েছে। এখন কেন ক্ষোভ দেখাচ্ছেন না? প্রধানমন্ত্রী মোদী নরম হয়ে গেলেন কেন?    

ভারত-পাকিস্তান আসন্ন ক্রিকেট ম্যাচ প্রসঙ্গে ওয়াইসি বলেন,  আপনারা বলেছিলেন যে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণ করে সবকিছু সমাধান হয়ে গেছে। কিন্তু বিজেপির কাশ্মীর নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১৪ অক্টোবর গুজরাটের আহমদাবাদে ক্রিকেট বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু জম্মু-কাশ্মীরে চলমান পরিস্থিতিতে ওই ক্রিকেট ম্যাচ সম্পর্কে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করেছেন ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৬       

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

ট্যাগ