মধ্য প্রদেশ বিধানসভা নির্বাচন
যেখানে যেখানে মোদীজি পা রেখেছেন, সেসব জায়গায় কংগ্রেস লাভবান হয়েছে:পবন খেরা
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করা হয়েছে।
বিজেপিশাসিত মধ্য প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে গতকাল (সোমবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন ইস্যুতে কংগ্রেসের সমালোচনায় সোচ্চার হয়েছিলেন। আজ (মঙ্গলবার) পাল্টা মাঠে নেমেছে কংগ্রেস। দলটির সিনিয়র নেতা ও মুখপাত্র পবন খেরা, রণদীপ সিং সূর্যেওয়ালা সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার পাশাপাশি কেন্দ্রীয় এবং রাজ্য বিজেপি সরকারের সমালোচনা করেছেন।
আজ (মঙ্গলবার) কংগ্রেসের মুখপাত্র পবন খেরা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্য প্রদেশে ৫১ মিনিটের বক্তব্যে ৪৪ বার কংগ্রেসের নাম উল্লেখ করেছেন। এটি ১৯৬৬ সালে আসা একটি চলচ্চিত্র 'নিন্দ হামারি, খোয়াব তুমহারে'র মতোই। মনে হয় মোদীজির ওই চলচিত্র খুব পছন্দের। যে রাজ্যে বিজেপি ১৯ বছর ধরে ক্ষমতায় রয়েছে, সেখানে যখন আপনি নির্বাচনী প্রচারে গেছেন ৫১ মিনিটে ৪৪ বার কংগ্রেসের নাম নিয়েছেন! এতে এটাই স্পষ্ট যে নিজেদের সরকারের সাফল্য উল্লেখ করার জন্য কিছুই নেই, ‘জিরো’। যেখানে আপনার ক্ষমতায় আছেন সেখানেও আপনাকে কংগ্রেসের সাহায্য নিতে হচ্ছে! এটাই আপনার রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের অবস্থা!’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করে কংগ্রেসের সিনিয়র নেতা পবন খেরা বলেন, ‘হিমাচল প্রদেশ হোক বা কর্ণাটক যেখানে যেখানে মোদীজির পা পড়েছে সেখানে সেখানে কংগ্রেসের বড় লাভ (সরকার গঠন) হয়েছে। এ জন্য তাকে আমরা বড় তারকা প্রচারক মনে করি। তারকা প্রচারক বলা এজন্য ভালো লাগে না, কারণ মিথ্যা বলেন, একটু যদি সত্যি কথা বলা শুরু করেন তাহলে আমাদের ‘সবচেয়ে ভালো প্রচারক’ হয়ে উঠবেন নরেন্দ্র মোদী’ বলেও কটাক্ষ করেন কংগ্রেসের মুখপাত্র পবন খেরা।
প্রসঙ্গত, চলতি বছরের শেষের দিকে ছত্তিসগড়, রাজস্থান, তেলঙ্গানা, মিজোরামের পাশাপাশি মধ্য প্রদেশে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। বিভিন্ন জনমত জরিপে প্রকাশ, সে রাজ্যে এ বার বিজেপিকে চাপে ফেলতে পারে কংগ্রেস। মধ্য প্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সরকারের বিরুদ্ধে তোপ দেগে গত কয়েক মাসে একের পর এক বিজেপি নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে চাপের মুখে পড়েই কেন্দ্রীয় মন্ত্রী-এমপিদের বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন।
বিধানসভা নির্বাচন উপলক্ষে গতকাল (সোমবার) দ্বিতীয় দফায় মধ্য প্রদেশে ৩৯ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছেন বিজেপি নেতৃত্ব। তাৎপর্যপূর্ণ ভাবে সেই তালিকায় রয়েছেন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার তিন সদস্য এবং চার জন এমপি! রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ের নামও!
বিজেপি প্রার্থী তালিকায় কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, প্রহ্লাদ পটেল এবং ফগ্গন সিংহ কুলস্তকে রাখা হয়েছে। বিজেপির প্রার্থী তালিকায় থাকা চার এমপি হলেন, রাকেশ সিং, গণেশ সিংহ, রীতি পাঠক এবং উদয়প্রতাপ সিং। এভাবে রাজ্য বিধানসভা নির্বাচনে রাজ্য নেতাদের পরিবর্তে কেন্দ্রীয় নেতা-মন্ত্রী ও এমপিদের প্রার্থী করার ঘটনায় রাজ্যে ক্ষমতাসীন বিজেপি চাপের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পার্সটুডে/এমএএইচ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।