মণিপুরে সহিংসতা, জনতা পুড়িয়ে দিল বিজেপির কার্যালয়, বিজেপি নেত্রীর বাসায় হামলা
(last modified Thu, 28 Sep 2023 11:08:39 GMT )
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১৭:০৮ Asia/Dhaka
  • মণিপুরে সহিংসতা, জনতা পুড়িয়ে দিল বিজেপির কার্যালয়, বিজেপি নেত্রীর বাসায় হামলা

ভারতে বিজেপিশাসিত মণিপুরে ফের ব্যাপক সহিংসতা হয়েছে।

গতকাল (বুধবার) সন্ধ্যায় বিক্ষোভকারী উন্মত্ত জনতা থোবুল জেলায় বিজেপি  কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। অন্যদিকে, ইম্ফলে বিজেপি সভাপতি শারদা দেবীর বাড়িতে হামলা চালানো হয় এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কুশপুত্তলিকা পোড়ানো হয়। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বিক্ষোভকারীদের নিক্ষেপ করা পাথরের আঘাতে বিজেপি নেত্রী শারদা দেবীর পরিবারের দু’জন মহিলা আহত হয়েছেন। 

গতকাল রাত ১১টা নাগাদ ইম্ফল পশ্চিম জেলায় বিক্ষোভকারীরা ডেপুটি কালেক্টরের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময়ে তারা বাড়ির চত্বরে পার্ক করা দুটি গাড়িতে আগুন দেয় এবং জানালার কাচ ভেঙে ফেলে। ইম্ফলের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পাশাপাশি পেলেটগান ব্যবহার করে বলে জানা গেছে।

গত জুলাই মাস থেকে নিখোঁজ থাকা দুই মেইতেই শিক্ষার্থীর লাশের ছবি সম্প্রতি প্রকাশ্যে আসার পর মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। গতকাল (বুধবার) রাজধানী ইম্ফলসহ অনেক জায়গায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সহিংস সংঘর্ষ হয়েছে।

মণিপুরের আদি বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী ‘মেইতেই’ জনগোষ্ঠীর সঙ্গে ‘কুকি’, জোসহ কয়েকটি তফসিলি উপজাতি সম্প্রদায়ের (যাদের অধিকাংশই খ্রিস্টান) সংঘর্ষে গত ছ’মাসে কমপক্ষে দু’শো জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ।

ড. ইমানুল হক

 

এ প্রসঙ্গে আজ (বৃহস্পতিবার)পশ্চিমবঙ্গের ‘ভাষা ও চেতনা সমিতি’র সম্পাদক ও কোলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক রেডিও তেহরানকে বলেন, ‘গুজরাট গণহত্যা ঘটনার পর একজনের নাম দেশ জানে। বিদেশও। তিনি এখন দেশের সর্বোচ্চ ক্ষমতায়। গুজরাটে তিনমাস ধরে চলেছিল হত্যালীলা। মণিপুরে কুকি জনজাতির খ্রিস্টানদের নিশ্চিহ্নকরণ এবং সংরক্ষণের নামে খুনোখুনির রাজনীতি গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদীরা চালাতে চায় বিশেষ লক্ষ্যে। যাতে অন্যত্রও এটা ছড়ায়। এই ভয়ঙ্কর ঘটনা বন্ধ হওয়া জরুরি। দেশে বিদেশে আমাদের গণতন্ত্রের সম্মান ভূলুন্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার নির্বিকার হয়ে আছে।’  

প্রসঙ্গত, মণিপুর হাই কোর্ট ‘মেইতেই’দের তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। এর পরেই গত ৩ মে এর বিরোধিতায় উপজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’(এটিএসইউএম)-মাঠে নামলে সেখানে অশান্তির সূত্রপাত। সেই থেকে সেখানে সহিংসতা চলছে। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৮ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ